লাফিয়ে শেষ স্বামী, ভবনে অঙ্গার স্ত্রী
অনলাইন ডেস্ক | ২৯ মার্চ, ২০১৯ ১০:৩৯
বনানীর অগ্নিকাণ্ড থেকে প্রাণ বাঁচাতে মাকসুদুর রহমান নামের এক ব্যক্তি দুর্ঘটনাকবলিত ভবন থেকে লাফ দিয়েও রক্ষা পাননি। পরে জানা যায় তার স্ত্রী ভবনের ভেতরে পুড়ে মারা গেছেন।
আগুন লাগার কয়েক ঘণ্টা পর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয় ৩ জনের মরদেহ। তাদের মধ্যে একজন ছিলেন মাকসুদ। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ওই তিনজনই ভবন থেকে লাফিয়ে পড়ে নিহত হন।
টাওয়ারটির দশম তলায় হেরিটেজ এয়ার এক্সপ্রেস নামে একটা ট্রাভেল এজেন্সিতে চাকরি করতেন মাকসুদ। তার স্ত্রী রুমকীও একই প্রতিষ্ঠানের কর্মী।
মাকসুদের খালাতো ভাই ইমতিয়াজ আহমেদ দুজনের মরদেহ শনাক্ত করেন।
ইমতিয়াজ জানান, মাকসুদের বাড়ি ঢাকায়। রুমকির বাবার বাড়ি নীলফামারীর জলঢাকায়। তিন বছর আগে তাদের বিয়ে হয়। কোনো ছেলে-মেয়ে নেই।
বৃহস্পতিবার দুপুর ১টায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এতে যোগ দেয় সেনা, নৌ ও বিমানবাহিনী। উদ্ধার তৎপরতায় শিক্ষার্থীসহ সাধারণ মানুষও অংশ নেন।
বিকেল পৌনে ৫টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘণ্টা দুই পর উদ্ধারকাজে কিছুটা বিরতি দেওয়া হয়।
এরপর ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন বলেন, শুক্রবার সকাল ১০টা পর্যন্ত উদ্ধার কাজ চলবে।
এখন পর্যন্ত ২৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৯ মার্চ, ২০১৯ ১০:৩৯

বনানীর অগ্নিকাণ্ড থেকে প্রাণ বাঁচাতে মাকসুদুর রহমান নামের এক ব্যক্তি দুর্ঘটনাকবলিত ভবন থেকে লাফ দিয়েও রক্ষা পাননি। পরে জানা যায় তার স্ত্রী ভবনের ভেতরে পুড়ে মারা গেছেন।
আগুন লাগার কয়েক ঘণ্টা পর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয় ৩ জনের মরদেহ। তাদের মধ্যে একজন ছিলেন মাকসুদ। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ওই তিনজনই ভবন থেকে লাফিয়ে পড়ে নিহত হন।
টাওয়ারটির দশম তলায় হেরিটেজ এয়ার এক্সপ্রেস নামে একটা ট্রাভেল এজেন্সিতে চাকরি করতেন মাকসুদ। তার স্ত্রী রুমকীও একই প্রতিষ্ঠানের কর্মী।
মাকসুদের খালাতো ভাই ইমতিয়াজ আহমেদ দুজনের মরদেহ শনাক্ত করেন।
ইমতিয়াজ জানান, মাকসুদের বাড়ি ঢাকায়। রুমকির বাবার বাড়ি নীলফামারীর জলঢাকায়। তিন বছর আগে তাদের বিয়ে হয়। কোনো ছেলে-মেয়ে নেই।
বৃহস্পতিবার দুপুর ১টায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এতে যোগ দেয় সেনা, নৌ ও বিমানবাহিনী। উদ্ধার তৎপরতায় শিক্ষার্থীসহ সাধারণ মানুষও অংশ নেন।
বিকেল পৌনে ৫টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘণ্টা দুই পর উদ্ধারকাজে কিছুটা বিরতি দেওয়া হয়।
এরপর ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন বলেন, শুক্রবার সকাল ১০টা পর্যন্ত উদ্ধার কাজ চলবে।
এখন পর্যন্ত ২৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।