বনানীর আগুনে পুড়ল ক্রিকেটারের স্বপ্ন
অনলাইন ডেস্ক | ২৯ মার্চ, ২০১৯ ১১:৩৬
বনানীর অগ্নিকাণ্ডে মাগুরার নাহিদুল ইসলাম তুষার (৩১) নামের এক ক্রিকেটার প্রাণ হারিয়েছেন। মাগুরা জেলা টিমের হয়ে খেলতেন এই বাঁহাতি পেসার।
জানা গেছে, মাগুরা স্টেডিয়ামের অপর পাশে আদর্শ পাড়ায় তুষারের বাসা। তার বাবা ইশহাক আলি মাগুরা হেলথের ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।
তুষার খেলাধুলার পাশাপাশি এয়ার হ্যারিটেজ নামক একটা প্রতিষ্ঠানে চাকরি করতেন।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বনানীর ১৭ নম্বর রোডে ২২তলা এফআর টাওয়ারে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯ ইউনিট কাজ করে। সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীসহ, র্যাব-পুলিশ উদ্ধার তৎপরতায় নিয়োজিত ছিল। প্রায় পাঁচ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
এখন পর্যন্ত ২৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
ভবনে আর কোনো মরদেহ আছে কিনা তা খুঁজে দেখতে শুক্রবার সকালে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের সদস্যরা। সকাল ১০টা নাগাদ তারা নতুন করে কোনো মরদেহ পাওয়ার কথা জানায়নি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৯ মার্চ, ২০১৯ ১১:৩৬

বনানীর অগ্নিকাণ্ডে মাগুরার নাহিদুল ইসলাম তুষার (৩১) নামের এক ক্রিকেটার প্রাণ হারিয়েছেন। মাগুরা জেলা টিমের হয়ে খেলতেন এই বাঁহাতি পেসার।
জানা গেছে, মাগুরা স্টেডিয়ামের অপর পাশে আদর্শ পাড়ায় তুষারের বাসা। তার বাবা ইশহাক আলি মাগুরা হেলথের ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।
তুষার খেলাধুলার পাশাপাশি এয়ার হ্যারিটেজ নামক একটা প্রতিষ্ঠানে চাকরি করতেন।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বনানীর ১৭ নম্বর রোডে ২২তলা এফআর টাওয়ারে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯ ইউনিট কাজ করে। সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীসহ, র্যাব-পুলিশ উদ্ধার তৎপরতায় নিয়োজিত ছিল। প্রায় পাঁচ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
এখন পর্যন্ত ২৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
ভবনে আর কোনো মরদেহ আছে কিনা তা খুঁজে দেখতে শুক্রবার সকালে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের সদস্যরা। সকাল ১০টা নাগাদ তারা নতুন করে কোনো মরদেহ পাওয়ার কথা জানায়নি।