এফআর টাওয়ারে ঢুকতে গিয়ে ফিরে আসলেন মন্ত্রী-মেয়র
নিজস্ব প্রতিবেদক | ২৯ মার্চ, ২০১৯ ১১:৪২
ফাইল ছবি
রাজধানী ঢাকার বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শুক্রবার সকালে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিমের সঙ্গে ভবনটি পরিদর্শনে যান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
বেলা ১১টার দিকে তিনি সাংবাদিকদের বলেন, “মন্ত্রীকে নিয়ে ভবনটি পরিদর্শনে যাই। কিন্তু ভবনের ভেতরে যাওয়ার মতো অবস্থা নেই। আমরা সেখান থেকে দ্রুত ফিরে আসি।”
এসময় মেয়র বলেন, “খোঁজ নিলে ভবন নির্মাণ এবং অগ্নিনিরাপত্তার বিষয়ে বিভিন্ন অনিয়ম পাওয়া যাবে। এ ধরনের অনিয়ম আর মেনে নেওয়া যায় না।”
এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা দিয়ে তিনি বলেন, শিগগিরই ভবন মালিকদের কাছে ভবন নির্মাণ এবং অগ্নিনিরাপত্তার তথ্যাদি চাওয়া হবে। এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।
পোশাক খাতের উদাহরণ টেনে বিজিএমইএ’র সাবেক এই সভাপতি বলেন, “রানা প্লাজার দুর্ঘটনার পর পোশাক মালিকরা অগ্নিনিরাপত্তার বিষয়ে ব্যবস্থা নিয়েছেন। গার্মেন্টসের সংখ্যা ৪,৭০০ থেকে কমে ১,৯০০ তে নেমে আসে। আমরা কোনো আপস করিনি।”
এদিকে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন শতাধিক। এখন পর্যন্ত ২৪ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বনানীর ১৭ নম্বর রোডে ২২তলা বিশিষ্ট এফআর টাওয়ারে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯ ইউনিট কাজ করে। সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীসহ, র্যাব-পুলিশ উদ্ধার তৎপরতায় নিয়োজিত ছিল। প্রায় পাঁচ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২৯ মার্চ, ২০১৯ ১১:৪২

রাজধানী ঢাকার বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শুক্রবার সকালে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিমের সঙ্গে ভবনটি পরিদর্শনে যান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
বেলা ১১টার দিকে তিনি সাংবাদিকদের বলেন, “মন্ত্রীকে নিয়ে ভবনটি পরিদর্শনে যাই। কিন্তু ভবনের ভেতরে যাওয়ার মতো অবস্থা নেই। আমরা সেখান থেকে দ্রুত ফিরে আসি।”
এসময় মেয়র বলেন, “খোঁজ নিলে ভবন নির্মাণ এবং অগ্নিনিরাপত্তার বিষয়ে বিভিন্ন অনিয়ম পাওয়া যাবে। এ ধরনের অনিয়ম আর মেনে নেওয়া যায় না।”
এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা দিয়ে তিনি বলেন, শিগগিরই ভবন মালিকদের কাছে ভবন নির্মাণ এবং অগ্নিনিরাপত্তার তথ্যাদি চাওয়া হবে। এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।
পোশাক খাতের উদাহরণ টেনে বিজিএমইএ’র সাবেক এই সভাপতি বলেন, “রানা প্লাজার দুর্ঘটনার পর পোশাক মালিকরা অগ্নিনিরাপত্তার বিষয়ে ব্যবস্থা নিয়েছেন। গার্মেন্টসের সংখ্যা ৪,৭০০ থেকে কমে ১,৯০০ তে নেমে আসে। আমরা কোনো আপস করিনি।”
এদিকে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন শতাধিক। এখন পর্যন্ত ২৪ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বনানীর ১৭ নম্বর রোডে ২২তলা বিশিষ্ট এফআর টাওয়ারে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯ ইউনিট কাজ করে। সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীসহ, র্যাব-পুলিশ উদ্ধার তৎপরতায় নিয়োজিত ছিল। প্রায় পাঁচ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।