‘একজন জেনারেল জীবিত অবস্থায় স্বাধীনতার ঘোষক দাবি করেননি’
হবিগঞ্জ প্রতিনিধি | ৪ এপ্রিল, ২০১৯ ২৩:৫৫
ছবি: দেশ রূপান্তর
বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. মাহবুব আলী বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে এদেশের মুক্তিযোদ্ধাদের পদদলিত করা হয়।
তিনি সাবেক সেনা প্রধান ও প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ইঙ্গিত করে বলেন, একজন জেনারেল জীবিত অবস্থায় নিজেকে কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেননি। অথচ তার দল স্বাধীনতার ঘোষক নিয়ে মুক্তিযোদ্ধাদের বিতর্কিত করছে।
বৃহস্পতিবার হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়ায় মুক্তিযুদ্ধের প্রথম সদর দপ্তর ‘তেলিয়াপাড়া দিবস’ উপলক্ষে মুক্তিযোদ্ধা-জনতার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপি বলেন, বাঙালি জাতির মুক্তির জন্য বঙ্গবন্ধু আজীবন সংগ্রাম করেছেন। আর তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা এদেশের মানুষের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছেন। মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ সমুন্নত রাখতে এবং সকল অসাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করতে কাজ করছে শেখ হাসিনার সরকার।
এর আগে প্রতিমন্ত্রী তেলিয়াপাড়ায় স্থাপিত ঐতিহাসিক স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।
হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ফজলুল জাহিদ পাভেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন এমপি গাজী মো. শাহনওয়াজ মিলাদ, সাবেক সেনা প্রধান কেএম শফিউল্লাহ, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান হেলাল মোর্শেদ, নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারজানা কাউনাইন, হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী পাঠান প্রমুখ।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
হবিগঞ্জ প্রতিনিধি | ৪ এপ্রিল, ২০১৯ ২৩:৫৫
.jpg)
বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. মাহবুব আলী বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে এদেশের মুক্তিযোদ্ধাদের পদদলিত করা হয়।
তিনি সাবেক সেনা প্রধান ও প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ইঙ্গিত করে বলেন, একজন জেনারেল জীবিত অবস্থায় নিজেকে কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেননি। অথচ তার দল স্বাধীনতার ঘোষক নিয়ে মুক্তিযোদ্ধাদের বিতর্কিত করছে।
বৃহস্পতিবার হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়ায় মুক্তিযুদ্ধের প্রথম সদর দপ্তর ‘তেলিয়াপাড়া দিবস’ উপলক্ষে মুক্তিযোদ্ধা-জনতার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপি বলেন, বাঙালি জাতির মুক্তির জন্য বঙ্গবন্ধু আজীবন সংগ্রাম করেছেন। আর তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা এদেশের মানুষের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছেন। মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ সমুন্নত রাখতে এবং সকল অসাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করতে কাজ করছে শেখ হাসিনার সরকার।
এর আগে প্রতিমন্ত্রী তেলিয়াপাড়ায় স্থাপিত ঐতিহাসিক স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।
হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ফজলুল জাহিদ পাভেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন এমপি গাজী মো. শাহনওয়াজ মিলাদ, সাবেক সেনা প্রধান কেএম শফিউল্লাহ, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান হেলাল মোর্শেদ, নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারজানা কাউনাইন, হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী পাঠান প্রমুখ।