ছুটি কাটাতে চা বাগানে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কূটনীতিকরা
মৌলভীবাজার প্রতিনিধি | ৫ এপ্রিল, ২০১৯ ১৭:৫৫
হোটেল গ্র্যান্ড সুলতান রিসোর্ট ও গলফ-এ শুক্রবার কূটনীতিকদের বরণ করে নেয়া হয়
শুক্রবার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দুদিনের ছুটি কাটাতে মৌলভীবাজার জেলার চায়ের রাজধানী শ্রীমঙ্গল এসেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে মোমেনের নেতৃত্বে বিভিন্ন দেশের কূটনীতিকরা।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স জার্মানিসহ ইউরোপীয় ইউনিয়ন, মধ্যপ্রাচ্যসহ ৩৮ দেশের রাষ্ট্রদূত ও ৭ আন্তর্জাতিক দাতা সংস্থার প্রতিনিধিরা ছুটি কাটাতে এসেছেন।
শুক্রবার দুপুরে তারা পাঁচ তারকা হোটেল গ্র্যান্ড সুলতান রিসোর্ট ও গলফ-এ এলে তাদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা প্রশাসন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তোফায়েল ইসলাম ও পুলিশ সুপার শাহজালালসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং হোটেল কর্তৃপক্ষ। এ সময় সেখানে তাদের অভ্যর্থনা জানিয়ে স্থানীয় মণিপুরী নৃত্য পরিবেশন করা হয়।
বিকেলে তারা উপজেলার রাধানগরে জেরিন চা বাগান এবং মণিপুরি আদিবাসী পল্লি রামনগরে তাদের কুটির শিল্প এবং রমেশ রাম গৌড়ের বিখ্যাত ৭ রঙের চা পান করেন।
রাতে গ্র্যান্ড সুলতানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করবেন বলে জানিয়েছেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।
সকালে মৌলভীবাজার পৌঁছার পর পররাষ্ট্রমন্ত্রী এ কে মোমেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, তারেক জিয়াসহ বিভিন্ন দেশে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। তারেক জিয়ার ব্যাপারে যুক্তরাজ্যের সঙ্গে কথা চলছে।
তিনি বলেন, তাদের (বিদেশে) দেশে অনেকগুলো লিগ্যাল প্রসেস আছে। প্রসেসগুলো শেষ হলে আশা করা যায় যে দণ্ডিত লোকগুলোকে তারা ফিরিয়ে দেবে।
তিনি অপর এক প্রশ্নের জবাবে বলেন, রোহিঙ্গারা যাতে তাদের দেশে ফেরত যায় সে জন্য যত ধরনের তৎপরতা আছে সব চালাচ্ছি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
মৌলভীবাজার প্রতিনিধি | ৫ এপ্রিল, ২০১৯ ১৭:৫৫

শুক্রবার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দুদিনের ছুটি কাটাতে মৌলভীবাজার জেলার চায়ের রাজধানী শ্রীমঙ্গল এসেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে মোমেনের নেতৃত্বে বিভিন্ন দেশের কূটনীতিকরা।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স জার্মানিসহ ইউরোপীয় ইউনিয়ন, মধ্যপ্রাচ্যসহ ৩৮ দেশের রাষ্ট্রদূত ও ৭ আন্তর্জাতিক দাতা সংস্থার প্রতিনিধিরা ছুটি কাটাতে এসেছেন।
শুক্রবার দুপুরে তারা পাঁচ তারকা হোটেল গ্র্যান্ড সুলতান রিসোর্ট ও গলফ-এ এলে তাদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা প্রশাসন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তোফায়েল ইসলাম ও পুলিশ সুপার শাহজালালসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং হোটেল কর্তৃপক্ষ। এ সময় সেখানে তাদের অভ্যর্থনা জানিয়ে স্থানীয় মণিপুরী নৃত্য পরিবেশন করা হয়।
বিকেলে তারা উপজেলার রাধানগরে জেরিন চা বাগান এবং মণিপুরি আদিবাসী পল্লি রামনগরে তাদের কুটির শিল্প এবং রমেশ রাম গৌড়ের বিখ্যাত ৭ রঙের চা পান করেন।
রাতে গ্র্যান্ড সুলতানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করবেন বলে জানিয়েছেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।
সকালে মৌলভীবাজার পৌঁছার পর পররাষ্ট্রমন্ত্রী এ কে মোমেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, তারেক জিয়াসহ বিভিন্ন দেশে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। তারেক জিয়ার ব্যাপারে যুক্তরাজ্যের সঙ্গে কথা চলছে।
তিনি বলেন, তাদের (বিদেশে) দেশে অনেকগুলো লিগ্যাল প্রসেস আছে। প্রসেসগুলো শেষ হলে আশা করা যায় যে দণ্ডিত লোকগুলোকে তারা ফিরিয়ে দেবে।
তিনি অপর এক প্রশ্নের জবাবে বলেন, রোহিঙ্গারা যাতে তাদের দেশে ফেরত যায় সে জন্য যত ধরনের তৎপরতা আছে সব চালাচ্ছি।