শিক্ষা মন্ত্রণালয় একটি থাকা উচিত: সচিব
নিজস্ব প্রতিবেদক | ৬ এপ্রিল, ২০১৯ ২১:১৮
শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর প্রাথমিক শিক্ষা উল্লেখ করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন বলেছেন, ‘শিক্ষা মন্ত্রণালয় একটি থাকা উচিত। একটি মন্ত্রণালয়ের ভেতরেই বিভিন্ন স্তরের জন্য বিভাগ থাকতে পারে।’
শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘ন্যাশনাল কনসাল্টেশন অন এসডিজি স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক (ড্রাফ) ফর বাংলাদেশ’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা গণসাক্ষরতা অভিযান এবং ইউনেসকো। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী।
সচিব মো. সোহরাব হোসাইন বলেন, ‘প্রাথমিক স্তর শিক্ষার্থীর ভিত্তি স্থাপন করে। ভিত্তি ঠিক না থাকলে উচ্চ পর্যায় টিকে থাকতে পারে না। তাই প্রাথমিক শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন।’
তিনি বলেন, ‘আমার মনে হয়, শিক্ষার জন্য একটা মন্ত্রণালয় হওয়া উচিত। একটি মন্ত্রণালয়ের অধীনে একাধিক বিভাগ থাকতে পারে।’
অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মো. আলমগীর কারিগরি শিক্ষা, মাদ্রাসা শিক্ষার গুরুত্ব নিয়ে কথা বলেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ৬ এপ্রিল, ২০১৯ ২১:১৮

শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর প্রাথমিক শিক্ষা উল্লেখ করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন বলেছেন, ‘শিক্ষা মন্ত্রণালয় একটি থাকা উচিত। একটি মন্ত্রণালয়ের ভেতরেই বিভিন্ন স্তরের জন্য বিভাগ থাকতে পারে।’
শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘ন্যাশনাল কনসাল্টেশন অন এসডিজি স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক (ড্রাফ) ফর বাংলাদেশ’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা গণসাক্ষরতা অভিযান এবং ইউনেসকো। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী।
সচিব মো. সোহরাব হোসাইন বলেন, ‘প্রাথমিক স্তর শিক্ষার্থীর ভিত্তি স্থাপন করে। ভিত্তি ঠিক না থাকলে উচ্চ পর্যায় টিকে থাকতে পারে না। তাই প্রাথমিক শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন।’
তিনি বলেন, ‘আমার মনে হয়, শিক্ষার জন্য একটা মন্ত্রণালয় হওয়া উচিত। একটি মন্ত্রণালয়ের অধীনে একাধিক বিভাগ থাকতে পারে।’
অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মো. আলমগীর কারিগরি শিক্ষা, মাদ্রাসা শিক্ষার গুরুত্ব নিয়ে কথা বলেন।