২২ বছর পর সেন্টমার্টিনে বিজিবির টহল
কক্সবাজার প্রতিনিধি | ৭ এপ্রিল, ২০১৯ ১৮:১৮
সেন্টমার্টিন দ্বীপে বিজিবির টহল
কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে ২২ বছর পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি’র) মহড়া শুরু হয়েছে। দ্বীপে বর্ডার আউটপোস্ট (বিওপি) ক্যাম্প স্থাপনের লক্ষ্যে রোববার থেকে নিয়মিত মহড়ার পাশাপাশি বিভিন্ন এলাকায় টহল জোরদার করা হয়েছে।
এর আগে ১৯৯৭ সাল পর্যন্ত সেন্টমার্টিনে তৎকালীন বিডিআর (বাংলাদেশ রাইফেলস) মোতায়েন ছিল।
তবে এবারের টহলে কোনো ধরনের ভারি অস্ত্র ব্যবহার করা হচ্ছে না বলে জানিয়েছেন টেকনাফ ২নং বিজিবির অধিনায়ক (ভারপ্রাপ্ত) সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আরো জানিয়েছেন, ১৯৯৭ সালের আগ পর্যন্ত সেন্টমার্টিন দ্বীপে বিজিবি ছিল। এরপর থেকে সেন্টমার্টিনের বিজিবির কার্যক্রম বন্ধ ছিল। এতদিন ধরে কোস্টগার্ড সদস্যরা ওই সীমানা পাহারা দিয়ে আসছিল। কিন্তু এবার সেন্টমার্টিনে বিজিবির একটি বিওপি স্থাপনের কার্যক্রম চলছে। তাই সেখানে টহল দিচ্ছে বিজিবি। এটা নিয়মিত টহলের অংশ। প্রতিদিন বিজিবির সদস্যদের নিয়ে দ্বীপের বিভিন্ন এলাকায় মহড়া চলবে। তবে বিভিন্ন গণ্যমাধ্যমে ভারি অস্ত্রের যে খবর এসেছে তা সঠিক নয়। স্বাভাবিকভাবেই টহল করছে বিজিবি। এ টহল চলমান থাকবে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হাসান বলেন, ‘সীমান্ত সুরক্ষার জন্য কোস্টগার্ডের পাশাপাশি বিজিবিও কাজ করবে। তাই বিজিবি সেন্টমার্টিনে টহল শুরু করেছে। বিওপি স্থাপনের প্রক্রিয়া প্রায় শেষ। বাকি আনুষ্ঠানিকতা। এতে করে সীমান্তে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ সীমান্তের নানা অপরাধ দমনে অনেকটা সহায়ক হবে’।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
কক্সবাজার প্রতিনিধি | ৭ এপ্রিল, ২০১৯ ১৮:১৮

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে ২২ বছর পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি’র) মহড়া শুরু হয়েছে। দ্বীপে বর্ডার আউটপোস্ট (বিওপি) ক্যাম্প স্থাপনের লক্ষ্যে রোববার থেকে নিয়মিত মহড়ার পাশাপাশি বিভিন্ন এলাকায় টহল জোরদার করা হয়েছে।
এর আগে ১৯৯৭ সাল পর্যন্ত সেন্টমার্টিনে তৎকালীন বিডিআর (বাংলাদেশ রাইফেলস) মোতায়েন ছিল।
তবে এবারের টহলে কোনো ধরনের ভারি অস্ত্র ব্যবহার করা হচ্ছে না বলে জানিয়েছেন টেকনাফ ২নং বিজিবির অধিনায়ক (ভারপ্রাপ্ত) সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আরো জানিয়েছেন, ১৯৯৭ সালের আগ পর্যন্ত সেন্টমার্টিন দ্বীপে বিজিবি ছিল। এরপর থেকে সেন্টমার্টিনের বিজিবির কার্যক্রম বন্ধ ছিল। এতদিন ধরে কোস্টগার্ড সদস্যরা ওই সীমানা পাহারা দিয়ে আসছিল। কিন্তু এবার সেন্টমার্টিনে বিজিবির একটি বিওপি স্থাপনের কার্যক্রম চলছে। তাই সেখানে টহল দিচ্ছে বিজিবি। এটা নিয়মিত টহলের অংশ। প্রতিদিন বিজিবির সদস্যদের নিয়ে দ্বীপের বিভিন্ন এলাকায় মহড়া চলবে। তবে বিভিন্ন গণ্যমাধ্যমে ভারি অস্ত্রের যে খবর এসেছে তা সঠিক নয়। স্বাভাবিকভাবেই টহল করছে বিজিবি। এ টহল চলমান থাকবে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হাসান বলেন, ‘সীমান্ত সুরক্ষার জন্য কোস্টগার্ডের পাশাপাশি বিজিবিও কাজ করবে। তাই বিজিবি সেন্টমার্টিনে টহল শুরু করেছে। বিওপি স্থাপনের প্রক্রিয়া প্রায় শেষ। বাকি আনুষ্ঠানিকতা। এতে করে সীমান্তে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ সীমান্তের নানা অপরাধ দমনে অনেকটা সহায়ক হবে’।