মালয়েশিয়ায় বাস দুর্ঘটনায় ‘৬ বাংলাদেশিসহ’ নিহত ১১
অনলাইন ডেস্ক | ৮ এপ্রিল, ২০১৯ ০৯:৫১
ছবি: বেরনামা
মালয়েশিয়ায় বাস দুর্ঘটনায় বাসটির চালক ও ১০ বিদেশি শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৩ জন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নিহতদের ছয়জন বাংলাদেশি বলে একটি বেসরকারি টিভি চ্যানেল জানিয়েছে।
রোববার স্থানীয় সময় রাত ১১টা ১০ মিনিটের দিকে সেপাংয়ের এমএএসকারগো এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানায় মালয়েশিয়ার জাতীয় বার্তা সংস্থা বেরনামা।
কেএলআইএ জেলা পুলিশ প্রধান এসিপি জুলকিফলি আদামশাহ বলেন, কারখানায় যাওয়ার পথে শ্রমিকবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়।
দুর্ঘটনাকবলিত বাসটি ২০ মিটার গভীর খালের ১০ মিটার নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকসহ ছয়জন মারা যান। বাকিরা হাসপাতালে মারা যান।
এদিকে বেসরকারি টিভি চ্যানেল যমুনা টিভি জানিয়েছে, নিহত শ্রমিকদের মধ্যে ছয়জন বাংলাদেশি রয়েছেন।
জুলকিফলি বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে- বাসটিতে এমএএসকারগোর ৪৩ জন শ্রমিক ছিলেন, যাদের সবাই বিদেশি। তারা তাদের হোস্টেল থেকে কর্মস্থলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ দুর্ঘটনার কারণ তদন্ত করছে। তবে ধারণা করা হচ্ছে, চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খালে পড়ে যায়।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ৮ এপ্রিল, ২০১৯ ০৯:৫১

মালয়েশিয়ায় বাস দুর্ঘটনায় বাসটির চালক ও ১০ বিদেশি শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৩ জন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নিহতদের ছয়জন বাংলাদেশি বলে একটি বেসরকারি টিভি চ্যানেল জানিয়েছে।
রোববার স্থানীয় সময় রাত ১১টা ১০ মিনিটের দিকে সেপাংয়ের এমএএসকারগো এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানায় মালয়েশিয়ার জাতীয় বার্তা সংস্থা বেরনামা।
কেএলআইএ জেলা পুলিশ প্রধান এসিপি জুলকিফলি আদামশাহ বলেন, কারখানায় যাওয়ার পথে শ্রমিকবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়।
দুর্ঘটনাকবলিত বাসটি ২০ মিটার গভীর খালের ১০ মিটার নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকসহ ছয়জন মারা যান। বাকিরা হাসপাতালে মারা যান।
এদিকে বেসরকারি টিভি চ্যানেল যমুনা টিভি জানিয়েছে, নিহত শ্রমিকদের মধ্যে ছয়জন বাংলাদেশি রয়েছেন।
জুলকিফলি বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে- বাসটিতে এমএএসকারগোর ৪৩ জন শ্রমিক ছিলেন, যাদের সবাই বিদেশি। তারা তাদের হোস্টেল থেকে কর্মস্থলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ দুর্ঘটনার কারণ তদন্ত করছে। তবে ধারণা করা হচ্ছে, চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খালে পড়ে যায়।