ইঞ্জিন বিকল হওয়ায় চট্টগ্রামে বিমানের
জরুরি অবতরণ
চট্টগ্রাম ব্যুরো | ৮ এপ্রিল, ২০১৯ ২২:১২
সিঙ্গাপুর থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের বোয়িং-৭৩৭ উড়োজাহাজের একটি ইঞ্জিন বিকল হওয়ায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।
সোমবার বিকেল ৫টা ৪৪ মিনিটের দিকে বিমানটি জরুরি অবতরণ করে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক কাজী খাইরুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
দেশ রূপান্তরকে তিনি বলেন, সিঙ্গাপুর থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়নের পর একটি ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। যাত্রীরা সবাই নিরাপদে আছেন।
কাজী খাইরুল কবির বলেন, ওই বিমানের ১০০ জন যাত্রী ও ৮ জন ক্রু সবাই নিরাপদে আছেন। সিঙ্গাপুর থেকে আসা বিমানটি ঢাকায় নামার কথা ছিল। ইয়াংগুন পর্যন্ত আসার পর পাইলট বুঝতে পারেন দু’টি ইঞ্জিনের মধ্যে একটি ইঞ্জিন বিকল হয়েছে। তখন চট্টগ্রামে জরুরি অবতরণ করে বিমানটি।
এদিকে দুর্ঘটনার আশঙ্কায় বিমানবন্দরে অগ্নি নির্বাপক দল প্রস্তুত রাখা হয়। বিমানবন্দরে অ্যালার্টও জারি করা হয়। তবে যাত্রীদের কীভাবে বা কবে নাগাদ ঢাকায় পাঠানো হবে তা তিনি জানাতে পারেননি।
চট্টগ্রামের ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন, সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে আমাদের তিনটি গাড়ি পাঠানো হয়েছিল। তবে কোনো দুর্ঘটনা ঘটেনি। বিমানটি নিরাপদে অবতরণ করেছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
চট্টগ্রাম ব্যুরো | ৮ এপ্রিল, ২০১৯ ২২:১২

সিঙ্গাপুর থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের বোয়িং-৭৩৭ উড়োজাহাজের একটি ইঞ্জিন বিকল হওয়ায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।
সোমবার বিকেল ৫টা ৪৪ মিনিটের দিকে বিমানটি জরুরি অবতরণ করে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক কাজী খাইরুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
দেশ রূপান্তরকে তিনি বলেন, সিঙ্গাপুর থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়নের পর একটি ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। যাত্রীরা সবাই নিরাপদে আছেন।
কাজী খাইরুল কবির বলেন, ওই বিমানের ১০০ জন যাত্রী ও ৮ জন ক্রু সবাই নিরাপদে আছেন। সিঙ্গাপুর থেকে আসা বিমানটি ঢাকায় নামার কথা ছিল। ইয়াংগুন পর্যন্ত আসার পর পাইলট বুঝতে পারেন দু’টি ইঞ্জিনের মধ্যে একটি ইঞ্জিন বিকল হয়েছে। তখন চট্টগ্রামে জরুরি অবতরণ করে বিমানটি।
এদিকে দুর্ঘটনার আশঙ্কায় বিমানবন্দরে অগ্নি নির্বাপক দল প্রস্তুত রাখা হয়। বিমানবন্দরে অ্যালার্টও জারি করা হয়। তবে যাত্রীদের কীভাবে বা কবে নাগাদ ঢাকায় পাঠানো হবে তা তিনি জানাতে পারেননি।
চট্টগ্রামের ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন, সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে আমাদের তিনটি গাড়ি পাঠানো হয়েছিল। তবে কোনো দুর্ঘটনা ঘটেনি। বিমানটি নিরাপদে অবতরণ করেছে।