কমে আসবে বৃষ্টিপাত, বাড়বে তাপমাত্রা
অনলাইন ডেস্ক | ১০ এপ্রিল, ২০১৯ ১১:৩৭
গত কয়েক দিন রাজধানী ঢাকাসহ দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টিপাত হয়েছে। তবে দু-একদিনের মধ্যে বৃষ্টিপাতের এ প্রবণতা কমে আসবে। সেই সঙ্গে বাড়বে তাপমাত্রা।
মঙ্গলবার সন্ধ্যায় দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এতে বলা হয়, পরবর্তী ৪৮ ঘণ্টায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা কমে যেতে পারে। এছাড়া আগামী পাঁচ দিন তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে পারে।
এদিকে বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এর প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।
সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১০ এপ্রিল, ২০১৯ ১১:৩৭

গত কয়েক দিন রাজধানী ঢাকাসহ দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টিপাত হয়েছে। তবে দু-একদিনের মধ্যে বৃষ্টিপাতের এ প্রবণতা কমে আসবে। সেই সঙ্গে বাড়বে তাপমাত্রা।
মঙ্গলবার সন্ধ্যায় দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এতে বলা হয়, পরবর্তী ৪৮ ঘণ্টায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা কমে যেতে পারে। এছাড়া আগামী পাঁচ দিন তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে পারে।
এদিকে বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এর প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।
সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।