পদ্মা সেতুতে বসলো দশম স্প্যান, দৃশ্যমান দেড় কিলোমিটার
মুন্সীগঞ্জ প্রতিনিধি | ১০ এপ্রিল, ২০১৯ ১৫:৪৪
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে বুধবার দুপুরে পদ্মা সেতুর দশম স্প্যান বসানো হয়েছে। এর মধ্য দিয়ে সেতুর দেড় কিলোমিটার দৃশ্যমান হলো।
দুপুর পৌনে ১টার দিকে সেতুর ১৩ ও ১৪ নম্বর পিলারের ওপর এ স্প্যান বসানো হয়। এর আগে জাজিরা প্রান্তে আটটি ও মাওয়া প্রান্তে একটি স্প্যান বসানো হয়েছিল।
পদ্মা সেতু প্রকল্পের সহকারী প্রকৌশলী হুমায়ূন কবীর তথ্যটি নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার সকালে মাওয়ার কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে দশম স্প্যান নিয়ে ভাসমান ক্রেন তিয়ান-ই রওনা হয়।
স্প্যান বহনকারী ক্রেন সেতুর ১৩ ও ১৪ নম্বর পিলারের কাছে পৌঁছানোর পরপর এটি বসানোর প্রক্রিয়া শুরু হয়। দুপুর পৌনে ১টার দিকে তা সম্পন্ন হয়।
আরও জানা যায়, দশম স্প্যান বসানোর মধ্য দিয়ে পদ্মা সেতুর দেড় কিলোমিটার দৃশ্যমান হলো।
দেশের বৃহত্তম পদ্মা সেতুর ৪২টি পিলারের ওপর মোট ৪১টি স্প্যান বসবে। প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য ১৫০ মিটার।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
মুন্সীগঞ্জ প্রতিনিধি | ১০ এপ্রিল, ২০১৯ ১৫:৪৪

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে বুধবার দুপুরে পদ্মা সেতুর দশম স্প্যান বসানো হয়েছে। এর মধ্য দিয়ে সেতুর দেড় কিলোমিটার দৃশ্যমান হলো।
দুপুর পৌনে ১টার দিকে সেতুর ১৩ ও ১৪ নম্বর পিলারের ওপর এ স্প্যান বসানো হয়। এর আগে জাজিরা প্রান্তে আটটি ও মাওয়া প্রান্তে একটি স্প্যান বসানো হয়েছিল।
পদ্মা সেতু প্রকল্পের সহকারী প্রকৌশলী হুমায়ূন কবীর তথ্যটি নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার সকালে মাওয়ার কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে দশম স্প্যান নিয়ে ভাসমান ক্রেন তিয়ান-ই রওনা হয়।
স্প্যান বহনকারী ক্রেন সেতুর ১৩ ও ১৪ নম্বর পিলারের কাছে পৌঁছানোর পরপর এটি বসানোর প্রক্রিয়া শুরু হয়। দুপুর পৌনে ১টার দিকে তা সম্পন্ন হয়।
আরও জানা যায়, দশম স্প্যান বসানোর মধ্য দিয়ে পদ্মা সেতুর দেড় কিলোমিটার দৃশ্যমান হলো।
দেশের বৃহত্তম পদ্মা সেতুর ৪২টি পিলারের ওপর মোট ৪১টি স্প্যান বসবে। প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য ১৫০ মিটার।