গ্যাসের দাম বৃদ্ধি নয়, সমন্বয় করা হচ্ছে: বিপু
নিজস্ব প্রতিবেদক | ১১ এপ্রিল, ২০১৯ ১৯:২৯
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু
সরকার গ্যাসের দাম বাড়াচ্ছে না বরং সমন্বয় করছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তার মতে, সমন্বয়কৃত গ্যাসের দামে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে না।
বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি।
‘জ্বালানির মূল্যবৃদ্ধি: শিল্পায়নে প্রভাব শীর্ষক’ এ সেমিনারে ডিসিসিআইয়ের নেতারা গ্যাসের দাম না বাড়ানোর দাবি জানান। পাশাপাশি কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে জোরালো পদক্ষেপ নিতে প্রতিমন্ত্রীর কাছে অনুরোধ করেন।
জবাবে নসরুল হামিদ বলেন, সরকার যে প্রস্তাব করেছে সেটি বাড়ানো নয়। সমন্বয় করা। এতে ব্যবসায়ীদের ক্ষতির সম্ভাবনা নাই। তাদের কোনো সমস্যা হলে সরকার দেখবে।
বিদ্যুৎ খাতে বছরে ৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমরা ৯ টাকার গ্যাস ৬ টাকায় দিচ্ছি। গ্রামাঞ্চলে দুই টাকা ইউনিটে বিদ্যুৎ বিক্রি করছি। বিদ্যুতের সাশ্রয় বাড়াতে ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট (শিল্প কারখানার বিদ্যুৎ) বন্ধ করা হবে বলেও এ সময় জানান নসরুল হামিদ।
তিনি বলেন, ক্যাপটিভ পাওয়ারের পরিবর্তে সবাইকে জাতীয়ভাবে উৎপাদিত বিদ্যুৎ ব্যবহার করতে হবে।
দেশে এখন ছয় হাজার মেগাওয়াট বিদ্যুৎ উদ্বৃত্ত রয়েছে দাবি করে তিনি বলেন, বর্তমানে বিদ্যুৎ ব্যবহার হচ্ছে মাত্র ৮ হাজার মেগাওয়াট। ব্যবহার না করেও উদ্বৃত্ত বিদ্যুতের খরচ আমাদের বহন করতে হচ্ছে। এর দায় গ্রাহকের ওপর পড়ছে।
ডিসিসিআই সভাপতি ওসামা তাসীরের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন সহসভাপতি ইমরান আহমেদ, বুয়েটের অধ্যাপক ড. ইজাজ হোসেনসহ এ খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। অনুষ্ঠানে কি-নোট উপস্থাপন করেন সাবেক জ্বালানি বিভাগের সচিব এম ফখরুল কবির খান।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১১ এপ্রিল, ২০১৯ ১৯:২৯

সরকার গ্যাসের দাম বাড়াচ্ছে না বরং সমন্বয় করছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তার মতে, সমন্বয়কৃত গ্যাসের দামে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে না।
বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি।
‘জ্বালানির মূল্যবৃদ্ধি: শিল্পায়নে প্রভাব শীর্ষক’ এ সেমিনারে ডিসিসিআইয়ের নেতারা গ্যাসের দাম না বাড়ানোর দাবি জানান। পাশাপাশি কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে জোরালো পদক্ষেপ নিতে প্রতিমন্ত্রীর কাছে অনুরোধ করেন।
জবাবে নসরুল হামিদ বলেন, সরকার যে প্রস্তাব করেছে সেটি বাড়ানো নয়। সমন্বয় করা। এতে ব্যবসায়ীদের ক্ষতির সম্ভাবনা নাই। তাদের কোনো সমস্যা হলে সরকার দেখবে।
বিদ্যুৎ খাতে বছরে ৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমরা ৯ টাকার গ্যাস ৬ টাকায় দিচ্ছি। গ্রামাঞ্চলে দুই টাকা ইউনিটে বিদ্যুৎ বিক্রি করছি। বিদ্যুতের সাশ্রয় বাড়াতে ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট (শিল্প কারখানার বিদ্যুৎ) বন্ধ করা হবে বলেও এ সময় জানান নসরুল হামিদ।
তিনি বলেন, ক্যাপটিভ পাওয়ারের পরিবর্তে সবাইকে জাতীয়ভাবে উৎপাদিত বিদ্যুৎ ব্যবহার করতে হবে।
দেশে এখন ছয় হাজার মেগাওয়াট বিদ্যুৎ উদ্বৃত্ত রয়েছে দাবি করে তিনি বলেন, বর্তমানে বিদ্যুৎ ব্যবহার হচ্ছে মাত্র ৮ হাজার মেগাওয়াট। ব্যবহার না করেও উদ্বৃত্ত বিদ্যুতের খরচ আমাদের বহন করতে হচ্ছে। এর দায় গ্রাহকের ওপর পড়ছে।
ডিসিসিআই সভাপতি ওসামা তাসীরের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন সহসভাপতি ইমরান আহমেদ, বুয়েটের অধ্যাপক ড. ইজাজ হোসেনসহ এ খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। অনুষ্ঠানে কি-নোট উপস্থাপন করেন সাবেক জ্বালানি বিভাগের সচিব এম ফখরুল কবির খান।