বাংলাদেশে ‘সন্ত্রাসী হামলার’ আশঙ্কা যুক্তরাষ্ট্রের
নিজস্ব প্রতিবেদক | ১২ এপ্রিল, ২০১৯ ২০:৩১
বাংলাদেশে সন্ত্রাসী হামলার আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর।
বৃহস্পতিবার এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়েছে, বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিক ও ভ্রমণরতরা রাজধানী ঢাকা ও দক্ষিণ পূর্বাঞ্চলীয় এলাকা সফরের সময় বাড়তি নিরাপত্তা গ্রহণ করবেন। প্রয়োজনে এসব এলাকায় ভ্রমণের বিষয় পুনর্বিবেচনার আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে।
সম্প্রতি বাংলাদেশে ‘সন্ত্রাসবাদ বেড়ে গেছে’ উল্লেখ করে সতর্কবার্তায় বলা হয়, কিছু জায়গায় ঝুঁকির মাত্রা অনেক বেড়ে গেছে। চট্টগ্রামের পাহাড়ি এলাকাসহ দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকায় সন্ত্রাস বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তারা জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবানের মতো পাহাড়ি এলাকা বিপজ্জনক হয়ে উঠেছে। সেখানে অপহরণসহ অন্যান্য অপরাধের ঘটনা ঘটছে।
এসব এলাকা ভ্রমণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিতে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের নাগরিকদের।
বিজ্ঞপ্তিতে ঢাকায় ভ্রমণের ব্যাপারে সতর্কাবস্থা তৃতীয় ধাপে উন্নীত করা হয়েছে। এ বিষয়ে বলা হয়েছে, রাজধানী ঢাকায় অপরাধের হার অনেক বেশি। বিশেষ করে রাতে এটি বেশি বৃদ্ধি পায়। শহরের অপরাধগুলোর মধ্যে বিভিন্ন চক্র জড়িত। চুরি, ডাকাতি, গাড়ি ছিনতাই, হামলা, ধর্ষণ এদের অন্যতম।
দেশটির পররাষ্ট্র দপ্তর বলছে, বাংলাদেশে রাজনৈতিক আন্দোলন, অবরোধ ও সহিংস সংঘাত ঘটতে থাকবে। সেই সঙ্গে সন্ত্রাসী গোষ্ঠীগুলো বাংলাদেশে হামলার পরিকল্পনা করছে। তারা যেকোনো সময় পর্যটন স্থান, বাস-ট্রেন স্টেশন, শপিংমল, রেস্টুরেন্ট, উপাসনালয় কিংবা সরকারি দপ্তরে হামলা চালাতে পারে।
শহরে পুলিশি নিরাপত্তা সত্ত্বেও সন্ত্রাসী হামলার সম্ভাবনা আছে বলে মার্কিন পররাষ্ট্র দপ্তর দাবি করে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১২ এপ্রিল, ২০১৯ ২০:৩১

বাংলাদেশে সন্ত্রাসী হামলার আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর।
বৃহস্পতিবার এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়েছে, বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিক ও ভ্রমণরতরা রাজধানী ঢাকা ও দক্ষিণ পূর্বাঞ্চলীয় এলাকা সফরের সময় বাড়তি নিরাপত্তা গ্রহণ করবেন। প্রয়োজনে এসব এলাকায় ভ্রমণের বিষয় পুনর্বিবেচনার আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে।
সম্প্রতি বাংলাদেশে ‘সন্ত্রাসবাদ বেড়ে গেছে’ উল্লেখ করে সতর্কবার্তায় বলা হয়, কিছু জায়গায় ঝুঁকির মাত্রা অনেক বেড়ে গেছে। চট্টগ্রামের পাহাড়ি এলাকাসহ দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকায় সন্ত্রাস বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তারা জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবানের মতো পাহাড়ি এলাকা বিপজ্জনক হয়ে উঠেছে। সেখানে অপহরণসহ অন্যান্য অপরাধের ঘটনা ঘটছে।
এসব এলাকা ভ্রমণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিতে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের নাগরিকদের।
বিজ্ঞপ্তিতে ঢাকায় ভ্রমণের ব্যাপারে সতর্কাবস্থা তৃতীয় ধাপে উন্নীত করা হয়েছে। এ বিষয়ে বলা হয়েছে, রাজধানী ঢাকায় অপরাধের হার অনেক বেশি। বিশেষ করে রাতে এটি বেশি বৃদ্ধি পায়। শহরের অপরাধগুলোর মধ্যে বিভিন্ন চক্র জড়িত। চুরি, ডাকাতি, গাড়ি ছিনতাই, হামলা, ধর্ষণ এদের অন্যতম।
দেশটির পররাষ্ট্র দপ্তর বলছে, বাংলাদেশে রাজনৈতিক আন্দোলন, অবরোধ ও সহিংস সংঘাত ঘটতে থাকবে। সেই সঙ্গে সন্ত্রাসী গোষ্ঠীগুলো বাংলাদেশে হামলার পরিকল্পনা করছে। তারা যেকোনো সময় পর্যটন স্থান, বাস-ট্রেন স্টেশন, শপিংমল, রেস্টুরেন্ট, উপাসনালয় কিংবা সরকারি দপ্তরে হামলা চালাতে পারে।
শহরে পুলিশি নিরাপত্তা সত্ত্বেও সন্ত্রাসী হামলার সম্ভাবনা আছে বলে মার্কিন পররাষ্ট্র দপ্তর দাবি করে।