ভেষজ-আয়ুর্বেদিক চিকিৎসা উপেক্ষা নয়: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | ১৬ এপ্রিল, ২০১৯ ১৬:১৭
ছবি: পিআইডি
ভেষজসহ দেশের চিরায়ত চিকিৎসা পদ্ধতির ওপর গুরুত্বারোপ করে প্রচলিত চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি প্রাচীনকাল থেকে চলে আসা স্বাস্থ্যসেবা পদ্ধতিকে মূলধারার ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ-২০১৯ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, “আমরা ভেষজ, আয়ুর্বেদিক, ইউনানি এবং হোমিওপ্যাথি চিকিৎসা উপেক্ষা করতে পারি না। মানুষের চিকিৎসার সুবিধার জন্য এগুলোর উন্নয়নের জন্য আরও গুরুত্ব দিতে হবে।”
রোগ প্রতিরোধে পুষ্টিকর ও সুষম খাদ্য গ্রহণ সম্পর্কে জনগণকে সচেতন করতে বৃহত্তর প্রচারণার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “আমাদের প্রতিরোধমূলক ব্যবস্থার দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে, যাতে মানুষ বিভিন্ন রোগে প্রভাবিত না হয়।”
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ বর্তমানে মান সম্পন্ন ওষুধ উৎপাদনে ব্যাপক সাফল্য অর্জন করেছে এবং বিদেশে এর চাহিদা তৈরি হয়েছে পাশাপাশি চিরায়ত ওষুধেরও ব্যাপক গুরুত্ব রয়েছে।
প্রথমবারের মতো দেশে জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ পালন করা হচ্ছে। এবারের প্রতিপাদ্য হচ্ছে- ‘স্বাস্থ্য সেবার অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার’।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১৬ এপ্রিল, ২০১৯ ১৬:১৭

ভেষজসহ দেশের চিরায়ত চিকিৎসা পদ্ধতির ওপর গুরুত্বারোপ করে প্রচলিত চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি প্রাচীনকাল থেকে চলে আসা স্বাস্থ্যসেবা পদ্ধতিকে মূলধারার ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ-২০১৯ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, “আমরা ভেষজ, আয়ুর্বেদিক, ইউনানি এবং হোমিওপ্যাথি চিকিৎসা উপেক্ষা করতে পারি না। মানুষের চিকিৎসার সুবিধার জন্য এগুলোর উন্নয়নের জন্য আরও গুরুত্ব দিতে হবে।”
রোগ প্রতিরোধে পুষ্টিকর ও সুষম খাদ্য গ্রহণ সম্পর্কে জনগণকে সচেতন করতে বৃহত্তর প্রচারণার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “আমাদের প্রতিরোধমূলক ব্যবস্থার দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে, যাতে মানুষ বিভিন্ন রোগে প্রভাবিত না হয়।”
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ বর্তমানে মান সম্পন্ন ওষুধ উৎপাদনে ব্যাপক সাফল্য অর্জন করেছে এবং বিদেশে এর চাহিদা তৈরি হয়েছে পাশাপাশি চিরায়ত ওষুধেরও ব্যাপক গুরুত্ব রয়েছে।
প্রথমবারের মতো দেশে জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ পালন করা হচ্ছে। এবারের প্রতিপাদ্য হচ্ছে- ‘স্বাস্থ্য সেবার অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার’।