শবে বরাত ২১ এপ্রিল, চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত বহাল
নিজস্ব প্রতিবেদক | ১৬ এপ্রিল, ২০১৯ ১৬:৩৩
ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ।
অবশেষে আগামী ২১ এপ্রিল রোববার দিবাগত রাত শবে বরাত পালন করা হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, শাবান মাসের চাঁদ দেখা নিয়ে বিতর্কের অবসান ঘটাতে আলেম-ওলামাদের নিয়ে গঠিত ১১ সদস্যের সাব-কমিটি আগামী ২১ এপ্রিল দিবাগত রাতেই শবে বরাত পালনের সিদ্ধান্ত দিয়েছে।
প্রসঙ্গত, গত ৬ এপ্রিল বৈঠক শেষে জাতীয় চাঁদ দেখা কমিটি জানায়, ৮ এপ্রিল থেকে শাবান মাস গণনা শুরু হবে এবং ২১ এপ্রিল দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।
এ ঘোষণা পর বিভিন্ন মহল থেকে দাবি করা হয়, ৬ এপ্রিল শাবান মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে ২০ এপ্রিল দিবাগত রাতে শবে বরাত অনুষ্ঠিত হওয়া উচিত।
পরে পবিত্র শাবান মাসের তারিখ ঘোষণাকে ভুল আখ্যা দিয়ে ইসলামিক ফাউন্ডেশনকে গত ১৩ এপ্রিল আইনি নোটিশ পাঠান ১০ আলেম। নোটিশের জবাব না পাওয়ায় সোমবার তারা হাইকোর্টে আবেদন করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল আলম দেশ রূপান্তরকে বলেন, “শবে বরাতের তারিখ নির্ধারণ চেয়ে আবেদনটি করা হয়েছিল। আদালত আবেদনটি গ্রহণ না করে বলেছেন, এটি একটি ধর্মীয় সংবেদনশীল বিষয়। একে মামলার বিষয়বস্তু করা ঠিক হবে না। এ বিষয়ে কমিটির সিদ্ধান্তের কথা বলেছেন আদালত।”
তিনি বলেন, “আবেদনকারীদের বক্তব্য ও তথ্য-উপাত্ত লিখিত আকারে ইসলামিক ফাউন্ডেশনে জমা দিতে নির্দেশ দিয়েছেন আদালত। যদি তারা আবেদনটি বিবেচনা না করে, তাহলেই কেবল আদালতের দ্বারস্থ হওয়ার কথা বলেছেন হাইকোর্ট।”
এমন পরিস্থিতিতে পরিস্থিতিতে ১৩ এপ্রিল চাঁদ দেখা কমিটি বিশেষ সভা আহ্বান করে। বৈঠকে শবে বরাতের তারিখ নির্ধারণে ১০ সদস্যের কমিটি গঠন করে দেওয়া হয়।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১৬ এপ্রিল, ২০১৯ ১৬:৩৩

অবশেষে আগামী ২১ এপ্রিল রোববার দিবাগত রাত শবে বরাত পালন করা হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, শাবান মাসের চাঁদ দেখা নিয়ে বিতর্কের অবসান ঘটাতে আলেম-ওলামাদের নিয়ে গঠিত ১১ সদস্যের সাব-কমিটি আগামী ২১ এপ্রিল দিবাগত রাতেই শবে বরাত পালনের সিদ্ধান্ত দিয়েছে।
প্রসঙ্গত, গত ৬ এপ্রিল বৈঠক শেষে জাতীয় চাঁদ দেখা কমিটি জানায়, ৮ এপ্রিল থেকে শাবান মাস গণনা শুরু হবে এবং ২১ এপ্রিল দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।
এ ঘোষণা পর বিভিন্ন মহল থেকে দাবি করা হয়, ৬ এপ্রিল শাবান মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে ২০ এপ্রিল দিবাগত রাতে শবে বরাত অনুষ্ঠিত হওয়া উচিত।
পরে পবিত্র শাবান মাসের তারিখ ঘোষণাকে ভুল আখ্যা দিয়ে ইসলামিক ফাউন্ডেশনকে গত ১৩ এপ্রিল আইনি নোটিশ পাঠান ১০ আলেম। নোটিশের জবাব না পাওয়ায় সোমবার তারা হাইকোর্টে আবেদন করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল আলম দেশ রূপান্তরকে বলেন, “শবে বরাতের তারিখ নির্ধারণ চেয়ে আবেদনটি করা হয়েছিল। আদালত আবেদনটি গ্রহণ না করে বলেছেন, এটি একটি ধর্মীয় সংবেদনশীল বিষয়। একে মামলার বিষয়বস্তু করা ঠিক হবে না। এ বিষয়ে কমিটির সিদ্ধান্তের কথা বলেছেন আদালত।”
তিনি বলেন, “আবেদনকারীদের বক্তব্য ও তথ্য-উপাত্ত লিখিত আকারে ইসলামিক ফাউন্ডেশনে জমা দিতে নির্দেশ দিয়েছেন আদালত। যদি তারা আবেদনটি বিবেচনা না করে, তাহলেই কেবল আদালতের দ্বারস্থ হওয়ার কথা বলেছেন হাইকোর্ট।”
এমন পরিস্থিতিতে পরিস্থিতিতে ১৩ এপ্রিল চাঁদ দেখা কমিটি বিশেষ সভা আহ্বান করে। বৈঠকে শবে বরাতের তারিখ নির্ধারণে ১০ সদস্যের কমিটি গঠন করে দেওয়া হয়।