বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা নিয়ে চিন্তার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, সিলেট | ১৮ এপ্রিল, ২০১৯ ০১:৪৭
ফাইল ফটো।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সেদেশের সরকারের জারি করা সতর্কতা নোটিশ নিয়ে চিন্তার কিছু নেই। ফেসবুকে একটি স্ট্যাটাস দেখে তারা এই সতর্কতা দিয়েছে, এর বেশি কিছু নয়।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এটা নিয়ে আমেরিকার কোন মাথাব্যথা নেই। বরং বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন দেখে সেদেশের অনেকে আমাদের এখানে বিনিয়োগ করতে আগ্রহী।
পররাষ্ট্রমন্ত্রী বুধবার বিকেলে সিলেটের দক্ষিণ সুরমার কদমতলিতে টাটা গাড়ির তিনদিন ব্যাপী মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
এক প্রশ্নের জবাবে ড. এ কে মোমেন বলেন, সিলেটে সরকারি হাসপাতালের সংকট রয়েছে। নতুন হাসপাতাল নির্মাণ মানুষের দীর্ঘদিনের দাবি। তাই আবু সিনা ছাত্রাবাসের ঐতিহ্য সংরক্ষণ করে বাকি জমিতে সিলেট জেলা হাসপাতাল নির্মাণ করা হবে। এটা নিয়ে বিভ্রান্তি সৃষ্টির কোন সুযোগ নেই।
নিটল মটরসের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।
পরে সিলেট সিটি বাস সার্ভিস এর উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক, সিলেট | ১৮ এপ্রিল, ২০১৯ ০১:৪৭

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সেদেশের সরকারের জারি করা সতর্কতা নোটিশ নিয়ে চিন্তার কিছু নেই। ফেসবুকে একটি স্ট্যাটাস দেখে তারা এই সতর্কতা দিয়েছে, এর বেশি কিছু নয়।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এটা নিয়ে আমেরিকার কোন মাথাব্যথা নেই। বরং বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন দেখে সেদেশের অনেকে আমাদের এখানে বিনিয়োগ করতে আগ্রহী।
পররাষ্ট্রমন্ত্রী বুধবার বিকেলে সিলেটের দক্ষিণ সুরমার কদমতলিতে টাটা গাড়ির তিনদিন ব্যাপী মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
এক প্রশ্নের জবাবে ড. এ কে মোমেন বলেন, সিলেটে সরকারি হাসপাতালের সংকট রয়েছে। নতুন হাসপাতাল নির্মাণ মানুষের দীর্ঘদিনের দাবি। তাই আবু সিনা ছাত্রাবাসের ঐতিহ্য সংরক্ষণ করে বাকি জমিতে সিলেট জেলা হাসপাতাল নির্মাণ করা হবে। এটা নিয়ে বিভ্রান্তি সৃষ্টির কোন সুযোগ নেই।
নিটল মটরসের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।
পরে সিলেট সিটি বাস সার্ভিস এর উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী।