মিয়ানমারের সঙ্গে আলোচনায় বসছে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক | ১৮ এপ্রিল, ২০১৯ ২২:৫৩
এ কে আব্দুল মোমেন
বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফেরত পাঠাতে আগামী মাসে মিয়ানমারের সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপ মে মাসের ৩ তারিখ মিয়ানমারের রাজধানী নেইপিডোতে করণীয় ঠিক করতে আলোচনায় বসছে।
তবে এ বৈঠক সচিব পর্যায়ে হবে নাকি জ্যেষ্ঠ কূটনীতিক পর্যায়ে হবে সে বিষয়ে নিশ্চিত করে বলতে পারেননি আব্দুল মোমেন।
এদিকে গুঞ্জন আছে, কারাবন্দী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জামিন নিয়ে শীঘ্রই লন্ডন যাবেন, এ বিষয়ে ব্রিটিশ হাইকমিশন পররাষ্ট্র মন্ত্রণালয়কে কিছু জানিয়েছে কি না? এমন প্রশ্নের জবাবে এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।
আব্দুল মোমেন বলেন, তার জামিন প্রসঙ্গে এখনো ক্লিয়ার হওয়ার মতো কিছু আসেনি, ফলে আমি কিছু জানি না।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১৮ এপ্রিল, ২০১৯ ২২:৫৩

বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফেরত পাঠাতে আগামী মাসে মিয়ানমারের সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপ মে মাসের ৩ তারিখ মিয়ানমারের রাজধানী নেইপিডোতে করণীয় ঠিক করতে আলোচনায় বসছে।
তবে এ বৈঠক সচিব পর্যায়ে হবে নাকি জ্যেষ্ঠ কূটনীতিক পর্যায়ে হবে সে বিষয়ে নিশ্চিত করে বলতে পারেননি আব্দুল মোমেন।
এদিকে গুঞ্জন আছে, কারাবন্দী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জামিন নিয়ে শীঘ্রই লন্ডন যাবেন, এ বিষয়ে ব্রিটিশ হাইকমিশন পররাষ্ট্র মন্ত্রণালয়কে কিছু জানিয়েছে কি না? এমন প্রশ্নের জবাবে এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।
আব্দুল মোমেন বলেন, তার জামিন প্রসঙ্গে এখনো ক্লিয়ার হওয়ার মতো কিছু আসেনি, ফলে আমি কিছু জানি না।