শ্রীলঙ্কার হামলায় এক আত্মীয়কে হারিয়েছি: টিউলিপ
অনলাইন ডেস্ক | ২২ এপ্রিল, ২০১৯ ২৩:৩৭
শ্রীলঙ্কায় ভয়াবহ হামলায় নিহতদের একজন আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের আট বছর বয়সী নাতি। শেখ সেলিম প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাতো ভাই।
এই ঘটনায় এমপি টিউলিপ সিদ্দিক টুইটার বার্তায় জানিয়েছেন, “আমি শ্রীলঙ্কার হামলায় এক আত্মীয়কে হারিয়েছি। এর সবটাই এত ধ্বংসাত্মক। আশা করি, সবাই নিরাপদে থাকবেন। শ্রীলঙ্কার জনগণের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি।”
টিউলিপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি।
শেখ সেলিমের একমাত্র মেয়ে পরিবার নিয়ে শ্রীলঙ্কায় বেড়াতে গিয়েছিলেন। সেখানে সাংরি লা হোটেলে বোমা হামলায় শেখ সোনিয়ার বড় ছেলে জায়ান চৌধুরী নিহত হন। এই ঘটনায় শেখ সোনিয়ার স্বামী মশিউল হক চৌধুরী প্রিন্স আহত হন।
প্রসঙ্গত, শ্রীলঙ্কায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডের প্রার্থনা চলাকালে সিরিজ বোমা হামলায় নিহত হন ২৯০ জন। আহত হয়েছেন আরও পাঁচ শতাধিক। তিনটি গির্জা এবং তিনটি হোটেলে মোট ছয়টি বিস্ফোরণ ঘটে। পরে আরও দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২২ এপ্রিল, ২০১৯ ২৩:৩৭

শ্রীলঙ্কায় ভয়াবহ হামলায় নিহতদের একজন আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের আট বছর বয়সী নাতি। শেখ সেলিম প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাতো ভাই।
এই ঘটনায় এমপি টিউলিপ সিদ্দিক টুইটার বার্তায় জানিয়েছেন, “আমি শ্রীলঙ্কার হামলায় এক আত্মীয়কে হারিয়েছি। এর সবটাই এত ধ্বংসাত্মক। আশা করি, সবাই নিরাপদে থাকবেন। শ্রীলঙ্কার জনগণের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি।”
টিউলিপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি।
শেখ সেলিমের একমাত্র মেয়ে পরিবার নিয়ে শ্রীলঙ্কায় বেড়াতে গিয়েছিলেন। সেখানে সাংরি লা হোটেলে বোমা হামলায় শেখ সোনিয়ার বড় ছেলে জায়ান চৌধুরী নিহত হন। এই ঘটনায় শেখ সোনিয়ার স্বামী মশিউল হক চৌধুরী প্রিন্স আহত হন।
প্রসঙ্গত, শ্রীলঙ্কায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডের প্রার্থনা চলাকালে সিরিজ বোমা হামলায় নিহত হন ২৯০ জন। আহত হয়েছেন আরও পাঁচ শতাধিক। তিনটি গির্জা এবং তিনটি হোটেলে মোট ছয়টি বিস্ফোরণ ঘটে। পরে আরও দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।