শিক্ষার মানোন্নয়নে বাজেট বাড়ানো দরকার: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | ২৫ এপ্রিল, ২০১৯ ০০:১৯
ফাইল ফটো।
প্রাথমিক স্তর থেকে শিক্ষার্থী ঝরে পড়ার হার কমাতে হলে শিক্ষাখাতে বরাদ্দ আরও বাড়ানো প্রয়োজন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. দীপুমণি।
বুধবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
মুভমেন্ট ফর ওয়ার্ল্ড এডুকেশন রাইটস নামে একটি সংগঠন আগামী বাজেট ও শিক্ষাখাত আমাদের ভাবনা শীর্ষক এ আলোচনার সভার আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দীপুমণি।
তিনি বলেন, আমরা প্রাথমিক স্তর থেকে শিক্ষার্থী ঝরে পড়ার হার কমিয়ে এনেছি। তবে এর হার আরও কমাতে হলে এ খাতে বাজেট বড় করা দরকার। সরকার আন্তরিকতার সাথে শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে।
শিক্ষামন্ত্রী বলেন, গত ১০ বছর আমাদের অনেক চেষ্টা করতে হয়েছে। আমরা সব শিশুদের স্কুলে আনতে চাই। পৃথিবীর অনেক দেশে মোট জাতীয় আয়ের চার শতাংশের ওপরে শিক্ষা খাতে ব্যয় করে জানিয়ে দীপু মণি বলেন, আমরা এ ক্ষেত্রে পিছিয়ে আছি। আবার বিশ্বের অনেক দেশ আমাদের থেকেও পিছিয়ে আছে। তবে আমাদের শিক্ষার যুগপৎ উন্নয়নে আমাদের চেষ্টা অব্যাহত আছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ ১০ বছরে শিক্ষার ক্ষেত্রে যেমন বরাদ্দ দিয়েছে তার পাশাপাশি বড় বড় মেগা প্রকল্পগুলো বাস্তবায়নের জন্যও কাজ করছে।
প্রকল্পগুলো বাস্তবায়ন আমাদের জন্য খুবই জরুরি। আর সেই প্রকল্পগুলোর জন্য আমাদের প্রচুর অর্থ ব্যয় করতে হয়েছে এবং হচ্ছে। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরীসহ অনেকে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২৫ এপ্রিল, ২০১৯ ০০:১৯

প্রাথমিক স্তর থেকে শিক্ষার্থী ঝরে পড়ার হার কমাতে হলে শিক্ষাখাতে বরাদ্দ আরও বাড়ানো প্রয়োজন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. দীপুমণি।
বুধবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
মুভমেন্ট ফর ওয়ার্ল্ড এডুকেশন রাইটস নামে একটি সংগঠন আগামী বাজেট ও শিক্ষাখাত আমাদের ভাবনা শীর্ষক এ আলোচনার সভার আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দীপুমণি।
তিনি বলেন, আমরা প্রাথমিক স্তর থেকে শিক্ষার্থী ঝরে পড়ার হার কমিয়ে এনেছি। তবে এর হার আরও কমাতে হলে এ খাতে বাজেট বড় করা দরকার। সরকার আন্তরিকতার সাথে শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে।
শিক্ষামন্ত্রী বলেন, গত ১০ বছর আমাদের অনেক চেষ্টা করতে হয়েছে। আমরা সব শিশুদের স্কুলে আনতে চাই। পৃথিবীর অনেক দেশে মোট জাতীয় আয়ের চার শতাংশের ওপরে শিক্ষা খাতে ব্যয় করে জানিয়ে দীপু মণি বলেন, আমরা এ ক্ষেত্রে পিছিয়ে আছি। আবার বিশ্বের অনেক দেশ আমাদের থেকেও পিছিয়ে আছে। তবে আমাদের শিক্ষার যুগপৎ উন্নয়নে আমাদের চেষ্টা অব্যাহত আছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ ১০ বছরে শিক্ষার ক্ষেত্রে যেমন বরাদ্দ দিয়েছে তার পাশাপাশি বড় বড় মেগা প্রকল্পগুলো বাস্তবায়নের জন্যও কাজ করছে।
প্রকল্পগুলো বাস্তবায়ন আমাদের জন্য খুবই জরুরি। আর সেই প্রকল্পগুলোর জন্য আমাদের প্রচুর অর্থ ব্যয় করতে হয়েছে এবং হচ্ছে। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরীসহ অনেকে।