১২ হাজার মেগাওয়াট ছাড়াল বিদ্যুৎ উৎপাদন
নিজস্ব প্রতিবেদক | ২৫ এপ্রিল, ২০১৯ ১৯:২৭
দেশে ১২ হাজার ৫৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সর্বোচ্চ রেকর্ড সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।
পিডিবি জানায়, গত বছর সর্বোচ্চ পরিমাণ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল ১১ হাজার ৬২৩ মেগাওয়াটের। এর পর বুধবারই ৪৩৪ মেগাওয়াট একদিনে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে।
দেশে এখন বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ১৪ হাজার মেগাওয়াট উল্লেখ করে পিডিবি আরও জানায়, কখনোই এ লক্ষ্যমাত্রা ছুঁতে পারেনি বিদ্যুৎ উৎপাদনের সাথে যুক্ত কোম্পানিগুলো।
গত ২৩ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ আশাবাদ ব্যক্ত করেছিলেন দুই মাসের মধ্যে ১২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মাইলফলক ছাড়াবে বাংলাদেশ। এর এক মাসের মধ্যেই সেই লক্ষ্যে পৌঁছেছে বাংলাদেশ।
গ্রীষ্ম ও রমজান সামনে রেখে এবার বিদ্যুৎ উৎপাদনে সরকার বিশেষ সতর্কতা অবলম্বন করছে বলে পিডিবি সূত্রে জানা গেছে। লোডশেডিং কমাতে চলতি গ্রীষ্মে আরও ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পরিকল্পনা আছে বলে জানিয়েছে পিডিবি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২৫ এপ্রিল, ২০১৯ ১৯:২৭

দেশে ১২ হাজার ৫৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সর্বোচ্চ রেকর্ড সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।
পিডিবি জানায়, গত বছর সর্বোচ্চ পরিমাণ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল ১১ হাজার ৬২৩ মেগাওয়াটের। এর পর বুধবারই ৪৩৪ মেগাওয়াট একদিনে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে।
দেশে এখন বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ১৪ হাজার মেগাওয়াট উল্লেখ করে পিডিবি আরও জানায়, কখনোই এ লক্ষ্যমাত্রা ছুঁতে পারেনি বিদ্যুৎ উৎপাদনের সাথে যুক্ত কোম্পানিগুলো।
গত ২৩ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ আশাবাদ ব্যক্ত করেছিলেন দুই মাসের মধ্যে ১২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মাইলফলক ছাড়াবে বাংলাদেশ। এর এক মাসের মধ্যেই সেই লক্ষ্যে পৌঁছেছে বাংলাদেশ।
গ্রীষ্ম ও রমজান সামনে রেখে এবার বিদ্যুৎ উৎপাদনে সরকার বিশেষ সতর্কতা অবলম্বন করছে বলে পিডিবি সূত্রে জানা গেছে। লোডশেডিং কমাতে চলতি গ্রীষ্মে আরও ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পরিকল্পনা আছে বলে জানিয়েছে পিডিবি।