কৌতুক অভিনেতা আনিস মারা গেছেন
নিজস্ব প্রতিবেদক | ২৯ এপ্রিল, ২০১৯ ১১:৫৪
কৌতুক অভিনেতা আনিসুর রহমান আনিস মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার রাত ১১টার দিকে রাজধানীর টিকাটুলীর নিজ বাসায় ইন্তেকাল করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৮ বছর।
আনিসের মেয়ের জামাই আলাউদ্দিন শিমুল জানান, রাতে নামাজ পড়ে ঘুমাতে গিয়েছিলেন বাবা (শ্বশুর)। ওখানেই তার স্ট্রোক হয়।
টিকাটুলী জামে মসজিদে সোমবার সকাল ৯টায় আনিসের প্রথম জানাজা হয়। এরপর তার লাশ নেওয়া হবে ফেনীর ছাগলনাইয়া থানার বল্লবপুরে গ্রামের বাড়িতে। সেখানে বাদ আসর জানাজা শেষে তাকে সমাহিত করা হবে পারিবারিক কবরস্থানে।
১৯৬৩ সালে মুক্তি পায় আনিস অভিনীত প্রথম ছবি ‘এইতো জীবন’। তারপর থেকে আর পিছু তাকাতে হয়নি তাকে। তার অভিনয় দর্শক মনে স্থান করে নিয়েছে।
আনিস স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২৯ এপ্রিল, ২০১৯ ১১:৫৪

কৌতুক অভিনেতা আনিসুর রহমান আনিস মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার রাত ১১টার দিকে রাজধানীর টিকাটুলীর নিজ বাসায় ইন্তেকাল করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৮ বছর।
আনিসের মেয়ের জামাই আলাউদ্দিন শিমুল জানান, রাতে নামাজ পড়ে ঘুমাতে গিয়েছিলেন বাবা (শ্বশুর)। ওখানেই তার স্ট্রোক হয়।
টিকাটুলী জামে মসজিদে সোমবার সকাল ৯টায় আনিসের প্রথম জানাজা হয়। এরপর তার লাশ নেওয়া হবে ফেনীর ছাগলনাইয়া থানার বল্লবপুরে গ্রামের বাড়িতে। সেখানে বাদ আসর জানাজা শেষে তাকে সমাহিত করা হবে পারিবারিক কবরস্থানে।
১৯৬৩ সালে মুক্তি পায় আনিস অভিনীত প্রথম ছবি ‘এইতো জীবন’। তারপর থেকে আর পিছু তাকাতে হয়নি তাকে। তার অভিনয় দর্শক মনে স্থান করে নিয়েছে।
আনিস স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন।
শেয়ার করুন