ঝুঁকি থাকলেও পরিস্থিতি উদ্বেগজনক নয়: ডিআইজি মনিরুল
নিজস্ব প্রতিবেদক | ২৯ এপ্রিল, ২০১৯ ১৮:২৯
নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কায় সাম্প্রতিক হামলার পর বাংলাদেশেও একই আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছেন কাউন্টার টেররিজম ইউনিট অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এর ডিআইজি মনিরুল ইসলাম। তবে আশঙ্কা থাকলেও পরিস্থিতি উদ্বেগজনক নয় বলেও জানিয়েছেন তিনি।
সোমবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ অনলাইন অ্যাকটিভিস্ট ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মনিরুল ইসলাম বলেন, বিশ্বের যেকোনো দেশে হামলার ঘটনা ঘটলে বাংলাদেশের উগ্রবাদীদের মধ্যে এক ধরনের উত্তেজনা কাজ করে। সেদিক বিবেচনায় বাংলাদেশে এ মুহূর্তে কিছুটা হলেও হামলার আশঙ্কা আছে। তবে সব ঝুঁকি মোকাবিলায় আমরা প্রস্তুত আছি।
গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার পর যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা বাংলাদেশে ঢোকার চেষ্টা করেছিল উল্লেখ করে সিসিটিইউ প্রধান বলেন, আমরা তাদের বলেছিলাম আমাদের কাজ করতে দাও, আমরা পারব। বাস্তবে আমরা জঙ্গি দমন করতে পেরেছি। এটা সম্ভব হয়েছে সাধারণ মানুষ আমাদের বহু সহযোগিতা করেছে বলে।
বিশ্ব জঙ্গিবাদ উত্থানে আন্তর্জাতিক রাজনৈতিক শক্তির ভূমিকা আছে উল্লেখ করে সিটিটিসি এর ডিআইজি মনিরুল ইসলাম বলেন, বিশ্ব রাজনীতিকরা ক্ষমতা আঁকড়ে রাখা, ক্ষমতার প্রতিযোগিতায় জয়ী হবার হাতিয়ার হিসেবে বিপুল অর্থ খরচ করে এসব শক্তি সৃষ্টি করে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাংসদ শফিকুর রহমান, গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক মারুফ রসুল, মুফতি মাসুম বিল্লাহসহ অনেকে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২৯ এপ্রিল, ২০১৯ ১৮:২৯

নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কায় সাম্প্রতিক হামলার পর বাংলাদেশেও একই আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছেন কাউন্টার টেররিজম ইউনিট অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এর ডিআইজি মনিরুল ইসলাম। তবে আশঙ্কা থাকলেও পরিস্থিতি উদ্বেগজনক নয় বলেও জানিয়েছেন তিনি।
সোমবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ অনলাইন অ্যাকটিভিস্ট ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মনিরুল ইসলাম বলেন, বিশ্বের যেকোনো দেশে হামলার ঘটনা ঘটলে বাংলাদেশের উগ্রবাদীদের মধ্যে এক ধরনের উত্তেজনা কাজ করে। সেদিক বিবেচনায় বাংলাদেশে এ মুহূর্তে কিছুটা হলেও হামলার আশঙ্কা আছে। তবে সব ঝুঁকি মোকাবিলায় আমরা প্রস্তুত আছি।
গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার পর যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা বাংলাদেশে ঢোকার চেষ্টা করেছিল উল্লেখ করে সিসিটিইউ প্রধান বলেন, আমরা তাদের বলেছিলাম আমাদের কাজ করতে দাও, আমরা পারব। বাস্তবে আমরা জঙ্গি দমন করতে পেরেছি। এটা সম্ভব হয়েছে সাধারণ মানুষ আমাদের বহু সহযোগিতা করেছে বলে।
বিশ্ব জঙ্গিবাদ উত্থানে আন্তর্জাতিক রাজনৈতিক শক্তির ভূমিকা আছে উল্লেখ করে সিটিটিসি এর ডিআইজি মনিরুল ইসলাম বলেন, বিশ্ব রাজনীতিকরা ক্ষমতা আঁকড়ে রাখা, ক্ষমতার প্রতিযোগিতায় জয়ী হবার হাতিয়ার হিসেবে বিপুল অর্থ খরচ করে এসব শক্তি সৃষ্টি করে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাংসদ শফিকুর রহমান, গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক মারুফ রসুল, মুফতি মাসুম বিল্লাহসহ অনেকে।