শেয়ারবাজার নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | ৩০ এপ্রিল, ২০১৯ ২৩:৪১
শেয়ারবাজার নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার রাতে একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে সমাপনী ভাষণে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শেয়ারবাজারে আমরা সব ধরনের সুযোগ দিচ্ছি। এখানে আগে অনেক ঘটনা ঘটে গেছে। আমরা স্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছি। এ নিয়ে খুব বেশি শঙ্কিত হওয়ার কিছু নেই। যা যা নিয়ন্ত্রণ করার, সে পদক্ষেপ আমরা নিচ্ছি। তবে কেউ যদি গেম খেলতে চায়, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি ও নেব। তাদের ছাড় দেওয়া হবে না।
প্রধানমন্ত্রী বলেন, শেয়ার বাজার কিছুটা সমস্যা রয়েছে। কোন শেয়ারে কতটা ঝুঁকি, কোন শেয়ারের মূল্য কত, এসব চিন্তা করে অর্থ লগ্নি করতে হবে। কোন শেয়ার কিনছেন, তাতে লাভ হবে কি না, তা বিবেচনা করে তবেই লগ্নি করার আহ্বান জানান তিনি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ৩০ এপ্রিল, ২০১৯ ২৩:৪১

শেয়ারবাজার নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার রাতে একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে সমাপনী ভাষণে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শেয়ারবাজারে আমরা সব ধরনের সুযোগ দিচ্ছি। এখানে আগে অনেক ঘটনা ঘটে গেছে। আমরা স্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছি। এ নিয়ে খুব বেশি শঙ্কিত হওয়ার কিছু নেই। যা যা নিয়ন্ত্রণ করার, সে পদক্ষেপ আমরা নিচ্ছি। তবে কেউ যদি গেম খেলতে চায়, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি ও নেব। তাদের ছাড় দেওয়া হবে না।
প্রধানমন্ত্রী বলেন, শেয়ার বাজার কিছুটা সমস্যা রয়েছে। কোন শেয়ারে কতটা ঝুঁকি, কোন শেয়ারের মূল্য কত, এসব চিন্তা করে অর্থ লগ্নি করতে হবে। কোন শেয়ার কিনছেন, তাতে লাভ হবে কি না, তা বিবেচনা করে তবেই লগ্নি করার আহ্বান জানান তিনি।
শেয়ার করুন