যে পথে বাংলাদেশে আসবে 'ফণী'
অনলাইন ডেস্ক | ১ মে, ২০১৯ ২৩:৫২
'ফণী' বর্তমানে ক্যাটেগরি-৩ ধারণ করে সাগরে অবস্থান করছে। সর্বশেষ পাওয়া খবরে ঘূর্ণিঝড় কেন্দ্রে বায়ুর বেগ ঘণ্টায় ২০০ কিলোমিটার এর মতো।
'ফণী' ভারতের ওড়িয়া ও পশ্চিমবঙ্গের মধ্যবর্তী এলাকা দিয়ে শুক্রবার স্থলভাগে প্রবেশ করতে পারে। আবহাওয়াবিদরা ধারণা করছেন, স্থলভাগে প্রবেশের পর এটি দুর্বল নিম্নচাপে পরিণত হয়ে শনিবার ভারতের পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করবে।
নিম্নচাপ কেন্দ্র পুরোটাই বাংলাদেশের ওপর দিয়ে প্রবাহিত হবে বলে তারা জানান।
'ফণী' বাংলাদেশে প্রবেশের সম্ভাব্য পথ হিসেবে তারা দেখিয়েছেন, ভারতের কলকাতা থেকে খুলনা বিভাগ ও রাজশাহী বিভাগের জেলাগুলো হয়ে ঢাকা বিভাগের টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুরকে। এরপর 'ফণী' ভারতের আসাম রাজ্যে যাবে।
আবহাওয়াবিদরা আরো জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে শুক্রবার রাত থেকে শুরু করে শনিবার পুরো বাংলাদেশে বৃষ্টিপাত হবে।
যুক্তরাষ্ট্রের আবহাওয়া পূর্বাভাস মডেল (জিএফএস) সূত্রে বুধবার রাতে এসব তথ্য পাওয়া গেছে।
আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানান, তবে ঘূর্ণিঝড় ফণী যেহেতু এখনো স্থলভাগ থেকে অনেক দূর সমুদ্রে অবস্থান করছে তাই এখনো অল্প কিছু সম্ভাবনা রয়েছে যে এটি কিছুটা পূর্ব দিকে সরে সুন্দরবনে আঘাত করবে।
তিনি বলেন, আগামী ১২ ঘণ্টায় মোটামুটি নিশ্চিত হওয়া যাবে এর এর চূড়ান্ত গতিপথ।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বর্তমানে ঘূর্ণিঝড় ফণী ভারতের বন্দরনগরী ভিশাখাপত্তন থেকে প্রায় তিন শ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে।
জেএফএস সূত্রে জানা যায়, দুর্বল হয়ে আসা ঘূর্ণিঝড় ফণীর কেন্দ্র বাংলাদেশের ঠিক মধ্যভাগ দিয়ে অতিক্রম করবে। ফলে পুরো বাংলাদেশেই বৃষ্টিপাত হবে। কেন্দ্র যদি কিছুটা উত্তর দিক দিয়ে বাংলাদেশে প্রবেশ করে তাহলে রাজশাহী ও রংপুর বিভাগে বেশি বৃষ্টিপাত হবে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১ মে, ২০১৯ ২৩:৫২

'ফণী' বর্তমানে ক্যাটেগরি-৩ ধারণ করে সাগরে অবস্থান করছে। সর্বশেষ পাওয়া খবরে ঘূর্ণিঝড় কেন্দ্রে বায়ুর বেগ ঘণ্টায় ২০০ কিলোমিটার এর মতো।
'ফণী' ভারতের ওড়িয়া ও পশ্চিমবঙ্গের মধ্যবর্তী এলাকা দিয়ে শুক্রবার স্থলভাগে প্রবেশ করতে পারে। আবহাওয়াবিদরা ধারণা করছেন, স্থলভাগে প্রবেশের পর এটি দুর্বল নিম্নচাপে পরিণত হয়ে শনিবার ভারতের পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করবে।
নিম্নচাপ কেন্দ্র পুরোটাই বাংলাদেশের ওপর দিয়ে প্রবাহিত হবে বলে তারা জানান।
'ফণী' বাংলাদেশে প্রবেশের সম্ভাব্য পথ হিসেবে তারা দেখিয়েছেন, ভারতের কলকাতা থেকে খুলনা বিভাগ ও রাজশাহী বিভাগের জেলাগুলো হয়ে ঢাকা বিভাগের টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুরকে। এরপর 'ফণী' ভারতের আসাম রাজ্যে যাবে।
আবহাওয়াবিদরা আরো জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে শুক্রবার রাত থেকে শুরু করে শনিবার পুরো বাংলাদেশে বৃষ্টিপাত হবে।
যুক্তরাষ্ট্রের আবহাওয়া পূর্বাভাস মডেল (জিএফএস) সূত্রে বুধবার রাতে এসব তথ্য পাওয়া গেছে।
আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানান, তবে ঘূর্ণিঝড় ফণী যেহেতু এখনো স্থলভাগ থেকে অনেক দূর সমুদ্রে অবস্থান করছে তাই এখনো অল্প কিছু সম্ভাবনা রয়েছে যে এটি কিছুটা পূর্ব দিকে সরে সুন্দরবনে আঘাত করবে।
তিনি বলেন, আগামী ১২ ঘণ্টায় মোটামুটি নিশ্চিত হওয়া যাবে এর এর চূড়ান্ত গতিপথ।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বর্তমানে ঘূর্ণিঝড় ফণী ভারতের বন্দরনগরী ভিশাখাপত্তন থেকে প্রায় তিন শ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে।
জেএফএস সূত্রে জানা যায়, দুর্বল হয়ে আসা ঘূর্ণিঝড় ফণীর কেন্দ্র বাংলাদেশের ঠিক মধ্যভাগ দিয়ে অতিক্রম করবে। ফলে পুরো বাংলাদেশেই বৃষ্টিপাত হবে। কেন্দ্র যদি কিছুটা উত্তর দিক দিয়ে বাংলাদেশে প্রবেশ করে তাহলে রাজশাহী ও রংপুর বিভাগে বেশি বৃষ্টিপাত হবে।