সুবীর নন্দীকে বুধবার ১১টায় শহীদ মিনারে নেওয়া হবে
নিজস্ব প্রতিবেদক | ৭ মে, ২০১৯ ১২:৪৬
কেন্দ্রীয় শহীদ মিনারে বুধবার সকালে নেওয়া হবে প্রয়াত সংগীতশিল্পী সুবীর নন্দীর মরদেহ। সেখানে তাকে শ্রদ্ধা জানাবেন সর্বস্তরের মানুষ।
সিঙ্গাপুরের হাসপাতালে বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর সাড়ে চারটায় এ সংগীত ব্যক্তিত্ব মারা যান।
পরিবারের পক্ষে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জাতীয় সমন্বয়ক সামন্ত লাল সেন জানান, রিজেন্ট এয়ারওয়েজের একটি উড়োজাহাজে বুধবার সকাল ৬টায় সুবীর নন্দীর মরদেহ দেশে আসবে।
সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর পর মরদেহ নেওয়া হবে রামকৃষ্ণ মিশনে। বাসাবোর কালীবাড়ি শ্মশানে সম্পন্ন হবে শেষকৃত্য।
৬৬ বছর বয়সী সুবীর নন্দী দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন। নিয়মিতভাবে তার ডায়ালাইসিস করতে হচ্ছিল। এর ভেতর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায়ও একবার হার্ট অ্যাটাক হয় তার। সিঙ্গাপুরে নেওয়ার পরও হয়।
সংগীত অঙ্গনে চার দশকের ক্যারিয়ারে আড়াই হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছেন এই শিল্পী। সংগীতে অবদানের জন্য চলতি বছরেই একুশে পদকে ভূষিত হন।
সুবীর নন্দী ১৯৫৩ সালের ১৯ নভেম্বর হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার নন্দীপাড়ায় জন্মগ্রহণ করেন।
বেতার, টেলিভিশন এবং চলচ্চিত্রের প্লেব্যাকে তার অসংখ্য জনপ্রিয় গান রয়েছে। চলচ্চিত্রে প্লেব্যাকের জন্য চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তিনি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ৭ মে, ২০১৯ ১২:৪৬

কেন্দ্রীয় শহীদ মিনারে বুধবার সকালে নেওয়া হবে প্রয়াত সংগীতশিল্পী সুবীর নন্দীর মরদেহ। সেখানে তাকে শ্রদ্ধা জানাবেন সর্বস্তরের মানুষ।
সিঙ্গাপুরের হাসপাতালে বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর সাড়ে চারটায় এ সংগীত ব্যক্তিত্ব মারা যান।
পরিবারের পক্ষে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জাতীয় সমন্বয়ক সামন্ত লাল সেন জানান, রিজেন্ট এয়ারওয়েজের একটি উড়োজাহাজে বুধবার সকাল ৬টায় সুবীর নন্দীর মরদেহ দেশে আসবে।
সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর পর মরদেহ নেওয়া হবে রামকৃষ্ণ মিশনে। বাসাবোর কালীবাড়ি শ্মশানে সম্পন্ন হবে শেষকৃত্য।
৬৬ বছর বয়সী সুবীর নন্দী দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন। নিয়মিতভাবে তার ডায়ালাইসিস করতে হচ্ছিল। এর ভেতর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায়ও একবার হার্ট অ্যাটাক হয় তার। সিঙ্গাপুরে নেওয়ার পরও হয়।
সংগীত অঙ্গনে চার দশকের ক্যারিয়ারে আড়াই হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছেন এই শিল্পী। সংগীতে অবদানের জন্য চলতি বছরেই একুশে পদকে ভূষিত হন।
সুবীর নন্দী ১৯৫৩ সালের ১৯ নভেম্বর হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার নন্দীপাড়ায় জন্মগ্রহণ করেন।
বেতার, টেলিভিশন এবং চলচ্চিত্রের প্লেব্যাকে তার অসংখ্য জনপ্রিয় গান রয়েছে। চলচ্চিত্রে প্লেব্যাকের জন্য চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তিনি।