ভারত সহায়তা দেওয়ায় স্বাধীনতা পেয়েছি: খাদ্যমন্ত্রী
আব্দুল্লাহ হেল বাকী, নওগাঁ প্রতিনিধি | ৭ মে, ২০১৯ ১৮:০১
ভারত সহায়তা দেওয়ায় বাংলাদেশ স্বাধীনতা অর্জন করতে পেরেছে বলে মন্তব্য করেছেন খাদ্যামন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
নওগাঁর নিয়ামতপুরে ভারত-বাংলাদেশ মৈত্রী সাংসইল আদিবাসী স্কুল অ্যান্ড কলেজ এবং নিয়ামতপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের নবনির্মিত গার্লস হোস্টেল উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
সাধন চন্দ্র বলেন, “আমাদের স্বাধীনতা সংগ্রামে ভারত সরকার সহায়তা দেওয়ায় আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি। ভারত-বাংলাদেশ মৈত্রী অটুট ও অক্ষুণ্ন থাকবে।”
এসময় তিনি বলেন, “আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঝড়ে পড়া ছাত্র-ছাত্রীদের স্কুলমুখী করার জন্য ব্যাপক পরিকল্পনা বাস্তবায়ন করছেন। ভারত সরকারের আর্থিক সহায়তায় এ পথ আরও প্রশস্ত হচ্ছে।”
খাদ্যমন্ত্রী আরও বলেন, দু’দেশের বাণিজ্যিক সহায়তা সম্প্রসারণের লক্ষ্যে নওগাঁ জেলার সাপাহার উপজেলার যে স্থল বন্দরের পরিকল্পনা নেওয়া হয়েছে, তা বাস্তবায়ন করতে ভারত সরকার সহায়তা করবে বলে আশা রাখি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস ছাত্রীদের উদ্দেশে বলেন, পড়াশুনা করে নিজের ও পরিবারের ভাগ্য বদলাতে হবে। নিজেকে নারী না ভেবে মানুষ ভাবতে হবে।
এর আগে মন্ত্রী ও ভারতীয় হাইকমিশনার পৃথক পৃথক দ্বিতল ভবন দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং স্কুল চত্বরে বৃক্ষ রোপন করেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
আব্দুল্লাহ হেল বাকী, নওগাঁ প্রতিনিধি | ৭ মে, ২০১৯ ১৮:০১

ভারত সহায়তা দেওয়ায় বাংলাদেশ স্বাধীনতা অর্জন করতে পেরেছে বলে মন্তব্য করেছেন খাদ্যামন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
নওগাঁর নিয়ামতপুরে ভারত-বাংলাদেশ মৈত্রী সাংসইল আদিবাসী স্কুল অ্যান্ড কলেজ এবং নিয়ামতপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের নবনির্মিত গার্লস হোস্টেল উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
সাধন চন্দ্র বলেন, “আমাদের স্বাধীনতা সংগ্রামে ভারত সরকার সহায়তা দেওয়ায় আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি। ভারত-বাংলাদেশ মৈত্রী অটুট ও অক্ষুণ্ন থাকবে।”
এসময় তিনি বলেন, “আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঝড়ে পড়া ছাত্র-ছাত্রীদের স্কুলমুখী করার জন্য ব্যাপক পরিকল্পনা বাস্তবায়ন করছেন। ভারত সরকারের আর্থিক সহায়তায় এ পথ আরও প্রশস্ত হচ্ছে।”
খাদ্যমন্ত্রী আরও বলেন, দু’দেশের বাণিজ্যিক সহায়তা সম্প্রসারণের লক্ষ্যে নওগাঁ জেলার সাপাহার উপজেলার যে স্থল বন্দরের পরিকল্পনা নেওয়া হয়েছে, তা বাস্তবায়ন করতে ভারত সরকার সহায়তা করবে বলে আশা রাখি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস ছাত্রীদের উদ্দেশে বলেন, পড়াশুনা করে নিজের ও পরিবারের ভাগ্য বদলাতে হবে। নিজেকে নারী না ভেবে মানুষ ভাবতে হবে।
এর আগে মন্ত্রী ও ভারতীয় হাইকমিশনার পৃথক পৃথক দ্বিতল ভবন দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং স্কুল চত্বরে বৃক্ষ রোপন করেন।