বাজেটে শেয়ার বাজার নিয়ে কথা থাকবে: অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | ৮ মে, ২০১৯ ২১:০১
আগামী বাজেটে দেশের শেয়ার বাজার নিয়ে কথা থাকবে বলে জানালেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সম্প্রতি দেশের শেয়ার বাজার নিয়ে চলমান অস্থিরতার মুখে অর্থমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর প্রথম বাজেট প্রণয়ন সামনে রেখে অর্থমন্ত্রী এ কথা বলেন।
বুধবার সচিবালয়ে অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব বলেন।
প্রথম বাজেট কেমন হবে জানতে চাইলে আ হ ম মুস্তফা কামাল বাজেটের ‘মজা পাওয়ার জন্য’ সাংবাদিকদের অপেক্ষা করার পরামর্শ দিয়ে বলেন, এই বাজেট হবে পুরো বাংলাদেশের মানুষের জন্য, যা দেশের প্রতিটি মানুষের কাজে লাগবে; দেশের উন্নয়ন হবে এবং দেশ সকল দিকে বিকশিত হতে পারবে।
কোন খাত এই বাজেটে গুরুত্ব পাবে- এমন প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, এটাতো বলব না, তাতে বাজেটের মজা থাকবে কোথায়? অপেক্ষা করুন বাজেটের মজা পাওয়ার জন্য।
অর্থমন্ত্রী বলেন, দেশে চার কোটি মধ্য আয়ের মানুষ থাকলেও ট্যাক্স দেয় মাত্র পাঁচ লাখ মানুষ। আগামীতে ট্যাক্স না দিয়ে কেউ থাকতে পারবেন না বলেও জানান তিনি। অর্থমন্ত্রী জানান, আগামী বাজেটে দেশের শেয়ার বাজার নিয়েও কথা থাকবে।
তিনি আরও বলেন, বাজেটে এবার কর বাড়বে না, সরকারি ব্যয় সংস্থানে করের আওতা বাড়ানো হবে। ব্যাংক ও শেয়ার মার্কেটের জন্য উপজীব্য যা আছে তাই থাকবে। সকল এলাকায় থাকবে- এ মুহূর্তে তো কথা বলা যাবে না।… কেবিনেটের অনুমোদনের পর কথা বলতে পারব। বাজেট অত্যন্ত স্পর্শকাতর এলাকা, ওপেনলি আলোচনার করার বিষয় নয়, সবারই চাহিদা থাকে, আপনারা জানেন।
দুর্নীতি কমানো গেলে ১ লাখ ১২ হাজার কোটি টাকা বেশি রাজস্ব আদায় করা সম্ভব - মন্ত্রিপরিষদ বিভাগের এমন অভিমত প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, মন্ত্রিপরিষদ বিভাগ যা বলেছে সত্য কথা বলেছে। দেশে ট্যাক্স জিডিপির অনুপাত মাত্র ১০ শতাংশ। দেশের চার কোটি মানুষ ট্যাক্স দিলে আমাদের ট্যাক্স জিডিপির অনুপাত বাড়তো। তবে আগামীতে ট্যাক্স না দিয়ে কেউ থাকতে পারবে না।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ৮ মে, ২০১৯ ২১:০১

আগামী বাজেটে দেশের শেয়ার বাজার নিয়ে কথা থাকবে বলে জানালেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সম্প্রতি দেশের শেয়ার বাজার নিয়ে চলমান অস্থিরতার মুখে অর্থমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর প্রথম বাজেট প্রণয়ন সামনে রেখে অর্থমন্ত্রী এ কথা বলেন।
বুধবার সচিবালয়ে অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব বলেন।
প্রথম বাজেট কেমন হবে জানতে চাইলে আ হ ম মুস্তফা কামাল বাজেটের ‘মজা পাওয়ার জন্য’ সাংবাদিকদের অপেক্ষা করার পরামর্শ দিয়ে বলেন, এই বাজেট হবে পুরো বাংলাদেশের মানুষের জন্য, যা দেশের প্রতিটি মানুষের কাজে লাগবে; দেশের উন্নয়ন হবে এবং দেশ সকল দিকে বিকশিত হতে পারবে।
কোন খাত এই বাজেটে গুরুত্ব পাবে- এমন প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, এটাতো বলব না, তাতে বাজেটের মজা থাকবে কোথায়? অপেক্ষা করুন বাজেটের মজা পাওয়ার জন্য।
অর্থমন্ত্রী বলেন, দেশে চার কোটি মধ্য আয়ের মানুষ থাকলেও ট্যাক্স দেয় মাত্র পাঁচ লাখ মানুষ। আগামীতে ট্যাক্স না দিয়ে কেউ থাকতে পারবেন না বলেও জানান তিনি। অর্থমন্ত্রী জানান, আগামী বাজেটে দেশের শেয়ার বাজার নিয়েও কথা থাকবে।
তিনি আরও বলেন, বাজেটে এবার কর বাড়বে না, সরকারি ব্যয় সংস্থানে করের আওতা বাড়ানো হবে। ব্যাংক ও শেয়ার মার্কেটের জন্য উপজীব্য যা আছে তাই থাকবে। সকল এলাকায় থাকবে- এ মুহূর্তে তো কথা বলা যাবে না।… কেবিনেটের অনুমোদনের পর কথা বলতে পারব। বাজেট অত্যন্ত স্পর্শকাতর এলাকা, ওপেনলি আলোচনার করার বিষয় নয়, সবারই চাহিদা থাকে, আপনারা জানেন।
দুর্নীতি কমানো গেলে ১ লাখ ১২ হাজার কোটি টাকা বেশি রাজস্ব আদায় করা সম্ভব - মন্ত্রিপরিষদ বিভাগের এমন অভিমত প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, মন্ত্রিপরিষদ বিভাগ যা বলেছে সত্য কথা বলেছে। দেশে ট্যাক্স জিডিপির অনুপাত মাত্র ১০ শতাংশ। দেশের চার কোটি মানুষ ট্যাক্স দিলে আমাদের ট্যাক্স জিডিপির অনুপাত বাড়তো। তবে আগামীতে ট্যাক্স না দিয়ে কেউ থাকতে পারবে না।