দেশে পৌঁছেছে অতিরিক্ত আইজিপি রৌশন আরার মরদেহ
অনলাইন ডেস্ক | ৯ মে, ২০১৯ ০৯:৩৮
কঙ্গোতে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি ও পুলিশ স্টাফ কলেজের রেক্টর রৌশন আরা বেগমের মৃতদেহ ঢাকায় পৌঁছেছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কার্যক্রম পরিদর্শন ও মেডেল প্যারেডে অংশ নিতে আফ্রিকার দেশটিতে যান তিনি।
রৌশন আরার মরদেহ বহনকারী বিমানটি বৃহস্পতিবার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
সকাল ১০টায় রাজধানীর মগবাজার নয়াটোলা জামে মসজিদে প্রথম ও দুপুর ১২টায় মগবাজার ওয়্যারলেস জামে মসজিদে দ্বিতীয় এবং বাদ জোহর রাজারবাগ পুলিশ লাইনসে এসআই শিরুমিয়া মিলনায়তনে সর্বশেষ জানাজা অনুষ্ঠিত হবে। এরপর রৌশন আরাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। এ খবর জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
গত ৫ মে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কার্যক্রম পরিদর্শন ও মেডেল প্যারেডে অংশ নিতে কঙ্গো যান তিনি। দেশটির রাজধানী কিনসাসায় স্থানীয় সময় রোববার সন্ধ্যায় তাকে বহনকারী গাড়িকে একটি লরি ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। গাড়ির আরোহীর মধ্যে ব্যানএফপিইউ-১-এর (বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট) কমান্ডার (পুলিশ সুপার) ফারজানা ইসলাম ও চালককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
রৌশন আরার বয়স হয়েছিল ৫৭ বছর। তার মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও আইজিপি শোক জানান।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ৯ মে, ২০১৯ ০৯:৩৮

কঙ্গোতে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি ও পুলিশ স্টাফ কলেজের রেক্টর রৌশন আরা বেগমের মৃতদেহ ঢাকায় পৌঁছেছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কার্যক্রম পরিদর্শন ও মেডেল প্যারেডে অংশ নিতে আফ্রিকার দেশটিতে যান তিনি।
রৌশন আরার মরদেহ বহনকারী বিমানটি বৃহস্পতিবার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
সকাল ১০টায় রাজধানীর মগবাজার নয়াটোলা জামে মসজিদে প্রথম ও দুপুর ১২টায় মগবাজার ওয়্যারলেস জামে মসজিদে দ্বিতীয় এবং বাদ জোহর রাজারবাগ পুলিশ লাইনসে এসআই শিরুমিয়া মিলনায়তনে সর্বশেষ জানাজা অনুষ্ঠিত হবে। এরপর রৌশন আরাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। এ খবর জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
গত ৫ মে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কার্যক্রম পরিদর্শন ও মেডেল প্যারেডে অংশ নিতে কঙ্গো যান তিনি। দেশটির রাজধানী কিনসাসায় স্থানীয় সময় রোববার সন্ধ্যায় তাকে বহনকারী গাড়িকে একটি লরি ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। গাড়ির আরোহীর মধ্যে ব্যানএফপিইউ-১-এর (বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট) কমান্ডার (পুলিশ সুপার) ফারজানা ইসলাম ও চালককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
রৌশন আরার বয়স হয়েছিল ৫৭ বছর। তার মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও আইজিপি শোক জানান।