বিশেষ ফ্লাইটে দেশে ফিরছেন মিয়ানমারে আহত বিমানের আরোহীরা
নিজস্ব প্রতিবেদক | ১০ মে, ২০১৯ ১৭:০৮
মিয়ানমারের ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনায় আহত পাইলট ও ক্রুদের আনতে শুক্রবার বিকেলে রওনা হয়েছে একটি বিশেষ ফ্লাইট।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ এ তথ্য নিশ্চিত করেন।
বুধবার ইয়াঙ্গুন বিমানবন্দরে অবতরণের সময় বৈরী আবহাওয়ার কারণে রানওয়ে থেকে পড়ে বিমানের একটি ফ্লাইট।
বিমানটিতে শিশুসহ ২৯ যাত্রী, দু’জন পাইলট, দু’জন কেবিন ক্রু ও দু’জন গ্রাউন্ড ইঞ্জিনিয়ার ছিলেন।
এ ঘটনায় আহত ১৯ যাত্রীকে ইয়াঙ্গুনের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
শুক্রবার বিকেলে শাকিল মেরাজ জানান, ‘পাইলট, কেবিন ক্রু, গ্রাউন্ড ইঞ্জিনিয়ারদের ফিরিয়ে আনতে একটি বিশেষ ফ্লাইট শুক্রবার মিয়ানমার যাচ্ছে। একই সঙ্গে আহত যারা আসতে চাইবেন তাদেরও ফিরিয়ে আনা হবে।’ ‘চিকিৎসকদের পরামর্শ ও মিয়ানমারের আনুষ্ঠানিকতা শেষে বিশেষ ফ্লাইটটি ঢাকায় ফিরবে।’
এ ফ্লাইটে চার যাত্রী, দুই পাইলট, দুই কেবিন ক্রু ও দুই গ্রাউন্ড ইঞ্জিনিয়ার দেশে ফিরবেন বলে জানা গেছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১০ মে, ২০১৯ ১৭:০৮

মিয়ানমারের ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনায় আহত পাইলট ও ক্রুদের আনতে শুক্রবার বিকেলে রওনা হয়েছে একটি বিশেষ ফ্লাইট।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ এ তথ্য নিশ্চিত করেন।
বুধবার ইয়াঙ্গুন বিমানবন্দরে অবতরণের সময় বৈরী আবহাওয়ার কারণে রানওয়ে থেকে পড়ে বিমানের একটি ফ্লাইট। বিমানটিতে শিশুসহ ২৯ যাত্রী, দু’জন পাইলট, দু’জন কেবিন ক্রু ও দু’জন গ্রাউন্ড ইঞ্জিনিয়ার ছিলেন।
এ ঘটনায় আহত ১৯ যাত্রীকে ইয়াঙ্গুনের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
শুক্রবার বিকেলে শাকিল মেরাজ জানান, ‘পাইলট, কেবিন ক্রু, গ্রাউন্ড ইঞ্জিনিয়ারদের ফিরিয়ে আনতে একটি বিশেষ ফ্লাইট শুক্রবার মিয়ানমার যাচ্ছে। একই সঙ্গে আহত যারা আসতে চাইবেন তাদেরও ফিরিয়ে আনা হবে।’ ‘চিকিৎসকদের পরামর্শ ও মিয়ানমারের আনুষ্ঠানিকতা শেষে বিশেষ ফ্লাইটটি ঢাকায় ফিরবে।’
এ ফ্লাইটে চার যাত্রী, দুই পাইলট, দুই কেবিন ক্রু ও দুই গ্রাউন্ড ইঞ্জিনিয়ার দেশে ফিরবেন বলে জানা গেছে।