সিআইডি'র নতুন প্রধান মোহাম্মদ শফিকুল
নিজস্ব প্রতিবেদক | ১৬ মে, ২০১৯ ১৯:১৬
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ শফিকুল ইসলাম। এর আগে তিনি পুলিশ অধিদপ্তরে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশের আরো কয়েকটি পদে রদবদল করে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অন্য পদগুলোর মধ্যে উপ-পুলিশ মহাপরিদর্শক শেখ মোহাম্মদ মারুফ হাসানকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে পুলিশ স্টাফ কলেজ ঢাকায় নিয়োগ দেওয়া হয়েছে।
ঢাকা রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পুলিশ অধিদপ্তরে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।
আর পুলিশ অধিদপ্তরে উপ পুলিশ মহাপরিদর্শক হিসেবে কর্মরত মাহবুবুর রহমানকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক করা হয়েছে।
এ ছাড়া বিশেষ শাখার (এসবি) উপপুলিশ মহাপরিদর্শক মো. তাওকিফ মাহবুব চৌধুরীকে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে। পুলিশ অধিদপ্তরে উপপুলিশ মহাপরিদর্শক হিসেবে কর্মরত হাবিবুর রহমানকে ঢাকা রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১৬ মে, ২০১৯ ১৯:১৬

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ শফিকুল ইসলাম। এর আগে তিনি পুলিশ অধিদপ্তরে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশের আরো কয়েকটি পদে রদবদল করে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অন্য পদগুলোর মধ্যে উপ-পুলিশ মহাপরিদর্শক শেখ মোহাম্মদ মারুফ হাসানকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে পুলিশ স্টাফ কলেজ ঢাকায় নিয়োগ দেওয়া হয়েছে।
ঢাকা রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পুলিশ অধিদপ্তরে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।
আর পুলিশ অধিদপ্তরে উপ পুলিশ মহাপরিদর্শক হিসেবে কর্মরত মাহবুবুর রহমানকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক করা হয়েছে।
এ ছাড়া বিশেষ শাখার (এসবি) উপপুলিশ মহাপরিদর্শক মো. তাওকিফ মাহবুব চৌধুরীকে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে। পুলিশ অধিদপ্তরে উপপুলিশ মহাপরিদর্শক হিসেবে কর্মরত হাবিবুর রহমানকে ঢাকা রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে।