অনলাইন গণমাধ্যমকে শৃঙ্খলায় আনতে হবে: তথ্যমন্ত্রী
চট্টগ্রাম ব্যুরো | ১৯ মে, ২০১৯ ০০:৫২
ফাইল ফটো।
সাংবাদিকতা পেশার মর্যাদা রক্ষায় অনলাইন গণমাধ্যমকে শৃঙ্খলার মধ্যে আনার তাগিদ দিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
অনলাইন গণমাধ্যমকে নিবন্ধনের আওতায় আনার প্রক্রিয়া চলছে জানিয়ে শনিবার চট্টগ্রামে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘এখন কেউ একটা অনলাইন খুলে ৫ জনের হাতে সাংবাদিকতার কার্ড তুলে দিচ্ছে। এদের কেউ কেউ এসব কার্ড ব্যবহার করে অপকর্মে যুক্ত হয়ে সাংবাদিকতা পেশার অমর্যাদা করছে।’
এসব গণমাধ্যমকে শৃঙ্খলায় আনতে প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়নকে দায়িত্ব পালনের আহ্বান জানান মন্ত্রী। চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
গণমাধ্যমে অনুসন্ধানী প্রতিবেদনের ওপর গুরুত্বারোপ করে তথ্যমন্ত্রী বলেন, ‘অনেক রিপোর্ট সমাজে তৃতীয় নয়ন খুলে দেয়। এ ধরনের রিপোর্টের জন্য সংশ্লিষ্ট রিপোর্টারকে বিশেষভাবে মূল্যায়ন করা উচিত।’
কর্মশালায় রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত ছিলেন বিএফইউজে’র সাবেক সভাপতি ও প্রেস কাউন্সিলের সদস্য মনজুরুল আহসান বুলবুল ও বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম।
উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, বিএফইউজে সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সিইউজের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস।
অতিরিক্ত জেলা প্রশাসক কামাল হোসেন এতে সভাপতিত্ব করেন। বিভিন্ন গণমাধ্যমের অর্ধ শতাধিক সাংবাদিক কর্মশালায় অংশ নেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
চট্টগ্রাম ব্যুরো | ১৯ মে, ২০১৯ ০০:৫২

সাংবাদিকতা পেশার মর্যাদা রক্ষায় অনলাইন গণমাধ্যমকে শৃঙ্খলার মধ্যে আনার তাগিদ দিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
অনলাইন গণমাধ্যমকে নিবন্ধনের আওতায় আনার প্রক্রিয়া চলছে জানিয়ে শনিবার চট্টগ্রামে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘এখন কেউ একটা অনলাইন খুলে ৫ জনের হাতে সাংবাদিকতার কার্ড তুলে দিচ্ছে। এদের কেউ কেউ এসব কার্ড ব্যবহার করে অপকর্মে যুক্ত হয়ে সাংবাদিকতা পেশার অমর্যাদা করছে।’
এসব গণমাধ্যমকে শৃঙ্খলায় আনতে প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়নকে দায়িত্ব পালনের আহ্বান জানান মন্ত্রী। চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
গণমাধ্যমে অনুসন্ধানী প্রতিবেদনের ওপর গুরুত্বারোপ করে তথ্যমন্ত্রী বলেন, ‘অনেক রিপোর্ট সমাজে তৃতীয় নয়ন খুলে দেয়। এ ধরনের রিপোর্টের জন্য সংশ্লিষ্ট রিপোর্টারকে বিশেষভাবে মূল্যায়ন করা উচিত।’
কর্মশালায় রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত ছিলেন বিএফইউজে’র সাবেক সভাপতি ও প্রেস কাউন্সিলের সদস্য মনজুরুল আহসান বুলবুল ও বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম।
উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, বিএফইউজে সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সিইউজের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস।
অতিরিক্ত জেলা প্রশাসক কামাল হোসেন এতে সভাপতিত্ব করেন। বিভিন্ন গণমাধ্যমের অর্ধ শতাধিক সাংবাদিক কর্মশালায় অংশ নেন।