মোদিকে ফোন প্রধানমন্ত্রীর, জানালেন অভিনন্দন
অনলাইন ডেস্ক | ২৩ মে, ২০১৯ ১৯:১৭
ফাইল ছবি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার বিকেলে ভারতের লোকসভা নির্বাচনে আবারো বিজয়ী হওয়ায় আন্তরিক অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদিকে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, 'প্রধানমন্ত্রী বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করে ১৭তম লোকসভা নির্বাচনে নিরংকুশ বিজয় অর্জন করায় অভিনন্দন জানান।'
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরেন্দ্র মোদিকে বলেন, 'বাংলাদেশের সরকার, জনগণ, আমার দল ও আমার পরিবার এবং নিজের পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ)-এর বিপুল বিজয়ে আপনাকে আন্তিরক অভিনন্দন জানাচ্ছি।'
বিজেপির এ বিজয়কে ঐতিহাসিক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন দক্ষিণ এশিয়ার মানুষ এতে খুশি হবে।
শেখ হাসিনা নরেন্দ্র মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এ সময়।
খবর বাসস।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৩ মে, ২০১৯ ১৯:১৭

ফাইল ছবি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার বিকেলে ভারতের লোকসভা নির্বাচনে আবারো বিজয়ী হওয়ায় আন্তরিক অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদিকে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, 'প্রধানমন্ত্রী বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করে ১৭তম লোকসভা নির্বাচনে নিরংকুশ বিজয় অর্জন করায় অভিনন্দন জানান।'
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরেন্দ্র মোদিকে বলেন, 'বাংলাদেশের সরকার, জনগণ, আমার দল ও আমার পরিবার এবং নিজের পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ)-এর বিপুল বিজয়ে আপনাকে আন্তিরক অভিনন্দন জানাচ্ছি।'
বিজেপির এ বিজয়কে ঐতিহাসিক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন দক্ষিণ এশিয়ার মানুষ এতে খুশি হবে।
শেখ হাসিনা নরেন্দ্র মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এ সময়।
খবর বাসস।
শেয়ার করুন