সোনার বাংলা গড়তে সোনার মানুষ চাই: পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, সিলেট | ২৫ মে, ২০১৯ ১৯:১৭
২০৪১ সালের মধ্যে আমরা স্বপ্নের সোনার বাংলা গড়তে চাই উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ‘এ জন্য সোনার মানুষ তৈরি করতে হবে। তরুণ প্রজন্মকে সত্যিকারের মানব সম্পদে পরিণত করতে হবে। পরিবার পরিকল্পনায় জোর দিতে হবে। প্রতিটি শিশুই যেন সুস্থ-সবলভাবে জন্ম নেয় এবং বেড়ে ওঠে তা নিশ্চিত করতে হবে।’
পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন শনিবার সিলেট নগরীর রিকাবীবাজারে কবি নজরুল মিলনায়তনে ‘মা-শিশু, কিশোর-কিশোরী, প্রজনন স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা’ সেবা কার্যক্রম পর্যালোচনা ও মূল্যায়ন বিষয়ক বিভাগীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কর্মশালায় সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা সিলেট বিভাগের পরিচালক মো. কুতুব উদ্দিন।
কর্মশালায় পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়নের সকল লক্ষ্যমাত্রা অর্জন করতে চাই। আর ২০৪১ সালের মধ্যে গড়তে চাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা। মন্ত্রী বলেন, দেশের সামগ্রিক উন্নয়নের জন্য সবক্ষেত্রে উন্নতি করতে হবে। এ জন্য পরিবার পরিকল্পনা খাতে সরকার জোর দিয়েছে। এ খাতে বরাদ্দও বাড়ানো হয়েছে।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ-সার্ভিসেস ইউনিট আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক মতিউর রহমান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এনামুল হক এনা ও সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক আসলাম উদ্দিন।
কর্মশালায় সিলেট বিভাগের চার জেলার পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা, পরিদর্শক ও মাঠকর্মীরা অংশগ্রহণ করেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক, সিলেট | ২৫ মে, ২০১৯ ১৯:১৭

২০৪১ সালের মধ্যে আমরা স্বপ্নের সোনার বাংলা গড়তে চাই উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ‘এ জন্য সোনার মানুষ তৈরি করতে হবে। তরুণ প্রজন্মকে সত্যিকারের মানব সম্পদে পরিণত করতে হবে। পরিবার পরিকল্পনায় জোর দিতে হবে। প্রতিটি শিশুই যেন সুস্থ-সবলভাবে জন্ম নেয় এবং বেড়ে ওঠে তা নিশ্চিত করতে হবে।’
পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন শনিবার সিলেট নগরীর রিকাবীবাজারে কবি নজরুল মিলনায়তনে ‘মা-শিশু, কিশোর-কিশোরী, প্রজনন স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা’ সেবা কার্যক্রম পর্যালোচনা ও মূল্যায়ন বিষয়ক বিভাগীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কর্মশালায় সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা সিলেট বিভাগের পরিচালক মো. কুতুব উদ্দিন।
কর্মশালায় পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়নের সকল লক্ষ্যমাত্রা অর্জন করতে চাই। আর ২০৪১ সালের মধ্যে গড়তে চাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা। মন্ত্রী বলেন, দেশের সামগ্রিক উন্নয়নের জন্য সবক্ষেত্রে উন্নতি করতে হবে। এ জন্য পরিবার পরিকল্পনা খাতে সরকার জোর দিয়েছে। এ খাতে বরাদ্দও বাড়ানো হয়েছে।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ-সার্ভিসেস ইউনিট আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক মতিউর রহমান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এনামুল হক এনা ও সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক আসলাম উদ্দিন।
কর্মশালায় সিলেট বিভাগের চার জেলার পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা, পরিদর্শক ও মাঠকর্মীরা অংশগ্রহণ করেন।