নারী-পুরুষ সুষম উন্নয়ন না হলে সমাজ পঙ্গু থেকে যাবে: প্রধানমন্ত্রী
বিশেষ প্রতিনিধি | ২৬ মে, ২০১৯ ২০:৩৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নারী-পুরুষের সুষম উন্নয়ন না হলে সমাজ পঙ্গু থেকে যাবে।
তিনি বলেন, তৃণমূল পর্যায়ে নারীদের স্বাবলম্বী হতে সাহায্য করছে জয়িতা।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ভোগের রাজনীতি করে না। নারীদের কর্মসংস্থানের কথা মাথায় রেখে সরকার তাদের কারিগরি শিক্ষায় উদ্বুদ্ধ করছে।
রবিবার গণভবনে জয়িতা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় এসব বলেন প্রধানমন্ত্রী।
সভার শুরুতেই জয়িতা ফাউন্ডেশন প্রতিষ্ঠার উদ্দেশ্য সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, নারীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এ প্রতিষ্ঠান গড়ে তুলেছে সরকার।
জয়িতা ফাউন্ডেশন সৃষ্টির মূল লক্ষ্য দারিদ্র্য বিমোচন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, মেয়েরা যাতে আত্মসম্মানের সঙ্গে বেঁচে থাকতে পারে, স্বাবলম্বী হতে পারে এবং সংসারে যেন তাকে মর্যাদা দেওয়া হয়। তার একটি ক্ষেত্র জয়িতা।
নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে একটি বিশেষায়িত প্রতিষ্ঠান হিসেবে জয়িতা ফাউন্ডেশনের আর্থিক ক্ষমতা বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠকের পর সাংবাদিকদের এসব জানান প্রধানমন্ত্রীর উপসচিব কেএম শাখাওয়াত মুন।
শেখ হাসিনা বলেন, নারী উদ্যোক্তাদের দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে, যাতে বহুমুখী ব্যবসা উদ্যোগের সঙ্গে তারা নিজেদের সম্পৃক্ত করতে পারে।
নারী উদ্যোক্তা ও কর্মীদের নারী-পুরুষের সুষম উন্নয়নের ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, একটি সমাজকে গড়ে তুলতে হলে নারী-পুরুষ সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে। কেউ পেছনে পড়ে থাকলে সমাজটা পঙ্গু হয়ে যাবে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
বিশেষ প্রতিনিধি | ২৬ মে, ২০১৯ ২০:৩৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নারী-পুরুষের সুষম উন্নয়ন না হলে সমাজ পঙ্গু থেকে যাবে।
তিনি বলেন, তৃণমূল পর্যায়ে নারীদের স্বাবলম্বী হতে সাহায্য করছে জয়িতা।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ভোগের রাজনীতি করে না। নারীদের কর্মসংস্থানের কথা মাথায় রেখে সরকার তাদের কারিগরি শিক্ষায় উদ্বুদ্ধ করছে।
রবিবার গণভবনে জয়িতা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় এসব বলেন প্রধানমন্ত্রী।
সভার শুরুতেই জয়িতা ফাউন্ডেশন প্রতিষ্ঠার উদ্দেশ্য সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, নারীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এ প্রতিষ্ঠান গড়ে তুলেছে সরকার।
জয়িতা ফাউন্ডেশন সৃষ্টির মূল লক্ষ্য দারিদ্র্য বিমোচন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, মেয়েরা যাতে আত্মসম্মানের সঙ্গে বেঁচে থাকতে পারে, স্বাবলম্বী হতে পারে এবং সংসারে যেন তাকে মর্যাদা দেওয়া হয়। তার একটি ক্ষেত্র জয়িতা।
নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে একটি বিশেষায়িত প্রতিষ্ঠান হিসেবে জয়িতা ফাউন্ডেশনের আর্থিক ক্ষমতা বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠকের পর সাংবাদিকদের এসব জানান প্রধানমন্ত্রীর উপসচিব কেএম শাখাওয়াত মুন।
শেখ হাসিনা বলেন, নারী উদ্যোক্তাদের দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে, যাতে বহুমুখী ব্যবসা উদ্যোগের সঙ্গে তারা নিজেদের সম্পৃক্ত করতে পারে।
নারী উদ্যোক্তা ও কর্মীদের নারী-পুরুষের সুষম উন্নয়নের ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, একটি সমাজকে গড়ে তুলতে হলে নারী-পুরুষ সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে। কেউ পেছনে পড়ে থাকলে সমাজটা পঙ্গু হয়ে যাবে।