সৌদি থেকে ফিনল্যান্ডের পথে প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক | ৩ জুন, ২০১৯ ১৩:০৪
সৌদি আরবে সরকারি সফর শেষে ফিনল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ত্রিদেশীয় সফরের শেষ ভাগে তিনি ফিনল্যান্ড সফর করছেন।
সৌদি আরবের স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে জেদ্দার বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি ফিনল্যান্ডের উদ্দেশে রওনা দেয়।
বাসস জানায়, জার্মানির ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় চার ঘণ্টার যাত্রাবিরতির পর সোমবার স্থানীয় সময় দুপুর ১টায় বিমানটির ফিনল্যান্ডের হেলসিংকি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
ফিনল্যান্ডে সফরকালে শেখ হাসিনা ৪ জুন দেশটির প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোর সঙ্গে বৈঠক করবেন।
এরপর ৭ জুন বিকেলে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে ফিনল্যান্ড ত্যাগ করবেন। পরদিন তিনি ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।
এর আগে ২৮ মে প্রধানমন্ত্রী টোকিও’র উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ডে ত্রিদেশীয় সফরের প্রথমভাগে তিনি জাপান সফর করেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ৩ জুন, ২০১৯ ১৩:০৪

সৌদি আরবে সরকারি সফর শেষে ফিনল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ত্রিদেশীয় সফরের শেষ ভাগে তিনি ফিনল্যান্ড সফর করছেন।
সৌদি আরবের স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে জেদ্দার বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি ফিনল্যান্ডের উদ্দেশে রওনা দেয়।
বাসস জানায়, জার্মানির ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় চার ঘণ্টার যাত্রাবিরতির পর সোমবার স্থানীয় সময় দুপুর ১টায় বিমানটির ফিনল্যান্ডের হেলসিংকি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
ফিনল্যান্ডে সফরকালে শেখ হাসিনা ৪ জুন দেশটির প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোর সঙ্গে বৈঠক করবেন।
এরপর ৭ জুন বিকেলে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে ফিনল্যান্ড ত্যাগ করবেন। পরদিন তিনি ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।
এর আগে ২৮ মে প্রধানমন্ত্রী টোকিও’র উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ডে ত্রিদেশীয় সফরের প্রথমভাগে তিনি জাপান সফর করেন।