বৃষ্টিভেজা ঈদে ৫ বিভাগে ‘বাড়তি’ সতর্কতা
অনলাইন ডেস্ক | ৫ জুন, ২০১৯ ১১:৩০
বৃষ্টি শুরু হয়েছে সেই সকাল থেকে। থাকতে পারে আরও ২৪ ঘণ্টা। এর ভেতর ঢাকা, খুলনা, চট্টগ্রাম, সিলেট এবং বরিশাল বিভাগের জন্য আবহাওয়া অধিদপ্তর থেকে দেওয়া হয়েছে ‘বাড়তি’ সতর্কতা।
আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম বুধবার সকাল ১১টার দিকে দেশ রূপান্তরকে বলেন, ‘পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে কমবেশি বৃষ্টি হবে। কিন্তু পাঁচটি বিভাগের জন্য আমরা ভারী বৃষ্টি অথবা ব্রজসহ বৃষ্টিপাতের বাড়তি সতর্কতা দিচ্ছি।’
রাজধানীতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রথম জামাত সকাল ৭টায় শুরু হয়। নামাজের সময়ই পড়তে থাকে বৃষ্টি। প্রথম জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভী ইমামতি করেন।
দেশের আরও কয়েকটি জেলা থেকে বৃষ্টির খবর পাওয়া গেছে।
এই প্রতিবেদন লেখার সময় জানা গেছে, রাজধানীর গাবতলীতে মুষলধারে বৃষ্টি হচ্ছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ৫ জুন, ২০১৯ ১১:৩০

বৃষ্টি শুরু হয়েছে সেই সকাল থেকে। থাকতে পারে আরও ২৪ ঘণ্টা। এর ভেতর ঢাকা, খুলনা, চট্টগ্রাম, সিলেট এবং বরিশাল বিভাগের জন্য আবহাওয়া অধিদপ্তর থেকে দেওয়া হয়েছে ‘বাড়তি’ সতর্কতা।
আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম বুধবার সকাল ১১টার দিকে দেশ রূপান্তরকে বলেন, ‘পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে কমবেশি বৃষ্টি হবে। কিন্তু পাঁচটি বিভাগের জন্য আমরা ভারী বৃষ্টি অথবা ব্রজসহ বৃষ্টিপাতের বাড়তি সতর্কতা দিচ্ছি।’
রাজধানীতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রথম জামাত সকাল ৭টায় শুরু হয়। নামাজের সময়ই পড়তে থাকে বৃষ্টি। প্রথম জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভী ইমামতি করেন।
দেশের আরও কয়েকটি জেলা থেকে বৃষ্টির খবর পাওয়া গেছে।
এই প্রতিবেদন লেখার সময় জানা গেছে, রাজধানীর গাবতলীতে মুষলধারে বৃষ্টি হচ্ছে।
শেয়ার করুন