মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বাড়ছে
অনলাইন ডেস্ক | ৭ জুন, ২০১৯ ১৯:৫২
গত ৭২ ঘণ্টায় শুধু মোটরসাইকেল দুর্ঘটনায় সারা দেশে অন্তত ২০ জন মারা গেছেন।
রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে মাত্র দুই ঘণ্টার ব্যবধানে দুই তরুণ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ফ্লাইওভারের সালাউদ্দিন হাসপাতালে কাছে ও এর দুই ঘণ্টা পর যাত্রাবাড়ী অংশে ধলপুর ঢালে এ দুটি দুর্ঘটনা ঘটে।
শুক্রবার মাগুরা সদর উপজেলার পাকা কাঞ্চনপুর গ্রামে সকালে মোটরসাইকেল ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে সোহাগ মোল্যা (২৫) নামে এক যুবক নিহত হয়েছে।
একই দিনে পটুয়াখালীর দুমকিতে মোটরসাইকেল দুর্ঘটনায় এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়।
নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় নিহত হন ফরিদ বিশ্বাস (৬৫)।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের দক্ষিণাঞ্চল সভাপতি জুবায়ের জাকির মনে করেন, 'শুধু চালক নয় মহাসড়কে বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানো এবং জনসাধারণের সচেতনতার অভাবে দুর্ঘটনা ঘটছে'।
বৃহস্পতিবার ভোলায় মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংর্ঘষে মো. ইকবাল (২৬) ও মো. সোহাগ (২০) নামে আপন দুই ভায়ের মৃত্যু হয়।
মঙ্গলবার দুপুর ১টা ৫০ মিনিটের দিকে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কে চল্লিশা রেল গেইটের নিকটে একটি দ্রুতগামী বাস একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেলের তিন আরোহী মারাত্মক আহত হয়।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে নেত্রকোনা পরে ময়মনসিংহ হয়ে ঢাকায় নেয়ার পথে সদর উপজেলার চল্লিশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান ওরফে ফসর আলী (৫৫), বামনমোহা গ্রামের শাহজাহান মিয়ার ছেলে শফিকুল ইসলাম (২৫) মারা যান।
রাজধানীতে রমজানের মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় কয়েকটি মৃত্যুর ঘটনা আলোচিত হয়।
এ ছাড়া বিভিন্ন স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো কয়েকজনের মৃত্যু হয় ঈদের চলমান ছুটিতে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ৭ জুন, ২০১৯ ১৯:৫২

গত ৭২ ঘণ্টায় শুধু মোটরসাইকেল দুর্ঘটনায় সারা দেশে অন্তত ২০ জন মারা গেছেন।
রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে মাত্র দুই ঘণ্টার ব্যবধানে দুই তরুণ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ফ্লাইওভারের সালাউদ্দিন হাসপাতালে কাছে ও এর দুই ঘণ্টা পর যাত্রাবাড়ী অংশে ধলপুর ঢালে এ দুটি দুর্ঘটনা ঘটে।
শুক্রবার মাগুরা সদর উপজেলার পাকা কাঞ্চনপুর গ্রামে সকালে মোটরসাইকেল ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে সোহাগ মোল্যা (২৫) নামে এক যুবক নিহত হয়েছে।
একই দিনে পটুয়াখালীর দুমকিতে মোটরসাইকেল দুর্ঘটনায় এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়।
নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় নিহত হন ফরিদ বিশ্বাস (৬৫)।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের দক্ষিণাঞ্চল সভাপতি জুবায়ের জাকির মনে করেন, 'শুধু চালক নয় মহাসড়কে বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানো এবং জনসাধারণের সচেতনতার অভাবে দুর্ঘটনা ঘটছে'।
বৃহস্পতিবার ভোলায় মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংর্ঘষে মো. ইকবাল (২৬) ও মো. সোহাগ (২০) নামে আপন দুই ভায়ের মৃত্যু হয়।
মঙ্গলবার দুপুর ১টা ৫০ মিনিটের দিকে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কে চল্লিশা রেল গেইটের নিকটে একটি দ্রুতগামী বাস একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেলের তিন আরোহী মারাত্মক আহত হয়।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে নেত্রকোনা পরে ময়মনসিংহ হয়ে ঢাকায় নেয়ার পথে সদর উপজেলার চল্লিশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান ওরফে ফসর আলী (৫৫), বামনমোহা গ্রামের শাহজাহান মিয়ার ছেলে শফিকুল ইসলাম (২৫) মারা যান।
রাজধানীতে রমজানের মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় কয়েকটি মৃত্যুর ঘটনা আলোচিত হয়।
এ ছাড়া বিভিন্ন স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো কয়েকজনের মৃত্যু হয় ঈদের চলমান ছুটিতে।