দশ বছরে সড়ক দুর্ঘটনায় নিহত সাড়ে ২৫ হাজার: সেতুমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | ১২ জুন, ২০১৯ ২২:৪৫
দশ বছরে সড়ক দুর্ঘটনায় সাড়ে ২৫ হাজার মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার সংসদের বৈঠকে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তরে তিনি এ তথ্য জানান।
বিএনপি দলীয় সদস্য হারুনুর রশীদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০০৯ সালের জানুয়ারি থেকে এ বছরের এপ্রিল পর্যন্ত সড়ক দুর্ঘটনায় ২৫ হাজার ৫২৬ জন মারা গেছেন। এ সময় আহত হয়েছেন ১৯ হাজার ৭৬৩ জন। এ হিসাবে সড়ক দুর্ঘটনায় প্রতি বছর দুই হাজার ৪৭১ জন মারা গেছেন। প্রতি দিন গড়ে মারা গেছেন সাতজন।
এবারের ঈদের ছুটির সময় ১২ দিনে ১৮৫টি সড়ক দুর্ঘটনা ঘটেছে- উল্লেখ করে জাতীয় পার্টির সদস্য মুজিবুল হক চন্নু এ দুর্ঘটনা ঠেকাতে সড়ক পরিবহন আইন কার্যকরের উদ্যোগের কথা জানতে চান।
জবাবে ওবায়দুল কাদের বলেন, দুর্ঘটনার বিষয়টি দুর্ভাবনার বিষয়। কিন্তু দুর্ঘটনার পরিসংখ্যান বিভিন্নজন বিভিন্নভাবে দিচ্ছেন। বিভিন্ন ধরনের হিসাব রয়েছে। এর সংখ্যা ৪৬ থেকে ৬৬টি। দুর্ঘটনা এবার কম হয়েছে। কিন্তু মৃত্যুর হার বেড়েছে। কারণ ছোট ছোট যানগুলো যখন শৃঙ্খলা ভঙ্গ করে মহাসড়কে আসে, বড় গাড়ির সঙ্গে সংঘর্ষে প্রাণহানি বাড়ে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১২ জুন, ২০১৯ ২২:৪৫

দশ বছরে সড়ক দুর্ঘটনায় সাড়ে ২৫ হাজার মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার সংসদের বৈঠকে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তরে তিনি এ তথ্য জানান।
বিএনপি দলীয় সদস্য হারুনুর রশীদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০০৯ সালের জানুয়ারি থেকে এ বছরের এপ্রিল পর্যন্ত সড়ক দুর্ঘটনায় ২৫ হাজার ৫২৬ জন মারা গেছেন। এ সময় আহত হয়েছেন ১৯ হাজার ৭৬৩ জন। এ হিসাবে সড়ক দুর্ঘটনায় প্রতি বছর দুই হাজার ৪৭১ জন মারা গেছেন। প্রতি দিন গড়ে মারা গেছেন সাতজন।
এবারের ঈদের ছুটির সময় ১২ দিনে ১৮৫টি সড়ক দুর্ঘটনা ঘটেছে- উল্লেখ করে জাতীয় পার্টির সদস্য মুজিবুল হক চন্নু এ দুর্ঘটনা ঠেকাতে সড়ক পরিবহন আইন কার্যকরের উদ্যোগের কথা জানতে চান।
জবাবে ওবায়দুল কাদের বলেন, দুর্ঘটনার বিষয়টি দুর্ভাবনার বিষয়। কিন্তু দুর্ঘটনার পরিসংখ্যান বিভিন্নজন বিভিন্নভাবে দিচ্ছেন। বিভিন্ন ধরনের হিসাব রয়েছে। এর সংখ্যা ৪৬ থেকে ৬৬টি। দুর্ঘটনা এবার কম হয়েছে। কিন্তু মৃত্যুর হার বেড়েছে। কারণ ছোট ছোট যানগুলো যখন শৃঙ্খলা ভঙ্গ করে মহাসড়কে আসে, বড় গাড়ির সঙ্গে সংঘর্ষে প্রাণহানি বাড়ে।