২০১৯-২০ অর্থবছরের বাজেটে মন্ত্রিপরিষদের অনুমোদন
নিজস্ব প্রতিবেদক | ১৩ জুন, ২০১৯ ১৫:০৯
জাতীয় সংসদ ভবনে মন্ত্রিপরিষদের বৈঠকে আসন্ন ২০১৯-২০ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বেলা আড়ইটার দিকে বাজেটে অনুমোদন দেওয়ার পর মন্ত্রিপরিষদের বৈঠক শেষ হয়। বাজেট জাতীয় সংসদে উত্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
অর্থমন্ত্রীর দায়িত্ব নেওয়ার দিন থেকেই বড় স্বপ্ন দেখাতে শুরু করেছেন। প্রতি বছর একটি করে দেশকে পেছনে ফেলে ২০৪১ সালে বাংলাদেশকে বিশ্বের ২০তম বড় অর্থনীতির দেশ হওয়ার ভিত রচনা করতে যাচ্ছেন তিনি। ৮ দশমিক ২ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা নিয়ে নিজের প্রথম বাজেট ঘোষণা করবেন মুস্তফা কামাল।
কোথাও কর-ভ্যাট না বাড়ানোর আশ্বাস দিয়ে ব্যবসায়ীদের শান্ত রেখে সাত বছর আগে পাস করা নতুন মূল্য সংযোজন কর (ভ্যাট) আইন বাস্তবায়ন করতে যাচ্ছেন বাজেট ঘোষণার দিন থেকেই।
‘সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ : সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’ শিরোনামে প্রস্তাব করতে যাওয়া বাজেটকে ‘স্মার্ট’ বাজেট হবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১৩ জুন, ২০১৯ ১৫:০৯

জাতীয় সংসদ ভবনে মন্ত্রিপরিষদের বৈঠকে আসন্ন ২০১৯-২০ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বেলা আড়ইটার দিকে বাজেটে অনুমোদন দেওয়ার পর মন্ত্রিপরিষদের বৈঠক শেষ হয়। বাজেট জাতীয় সংসদে উত্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
অর্থমন্ত্রীর দায়িত্ব নেওয়ার দিন থেকেই বড় স্বপ্ন দেখাতে শুরু করেছেন। প্রতি বছর একটি করে দেশকে পেছনে ফেলে ২০৪১ সালে বাংলাদেশকে বিশ্বের ২০তম বড় অর্থনীতির দেশ হওয়ার ভিত রচনা করতে যাচ্ছেন তিনি। ৮ দশমিক ২ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা নিয়ে নিজের প্রথম বাজেট ঘোষণা করবেন মুস্তফা কামাল।
কোথাও কর-ভ্যাট না বাড়ানোর আশ্বাস দিয়ে ব্যবসায়ীদের শান্ত রেখে সাত বছর আগে পাস করা নতুন মূল্য সংযোজন কর (ভ্যাট) আইন বাস্তবায়ন করতে যাচ্ছেন বাজেট ঘোষণার দিন থেকেই।
‘সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ : সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’ শিরোনামে প্রস্তাব করতে যাওয়া বাজেটকে ‘স্মার্ট’ বাজেট হবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।