'ভালো না লাগা পার্টি' নিয়ে মাথাব্যথা নেই প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক | ১৪ জুন, ২০১৯ ১৬:৫৭
২০১৯-২০ অর্থবছরের বাজেট নিয়ে সমালোচনা করা বেসরকারি ও গবেষণা সংস্থাকে 'ভালো না লাগা পার্টি' হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের কাজ নিয়ে মাথাব্যথা নেই বলে জানিয়েছেন।
শুক্রবার বিকেল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০১৯-২০ অর্থবছরের বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সেন্টার ফর পলিসি ডায়ালগ- সিপিডি শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলে বাজেটের সুবিধা পাবে 'অর্থনৈতিক অপশাসনের সুবিধাভোগীরা'।
এ প্রেক্ষিতে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, 'আমাদের দেশে কিছু লোক থাকে যাদের কিছু ভালো লাগে না।'
তিনি বলেন, তারা কী গবেষণা করে আমি জানি না। তারপরও ভালো তারা সমালোচনা করে। কিন্তু এত কথা বলার পরও বলবে আমাদের বলতে দেওয়া হচ্ছে না।
শেখ হাসিনা বলেন, আমাদের কাজ সাধারণ মানুষের মুখে হাসি ফোটানো। স্বাধীনতার সুফল যেন সবাই পায় তা নিশ্চিত করা। দেশকে উন্নত, দারিদ্র্যমুক্ত করা।
এসব গবেষণা সংস্থাকে ভালো না লাগা পার্টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন তাদের নিয়ে আর মাথাব্যথা নেই।
তিনি একটি গল্পের উল্লেখ করে বলেন, ওই যে একটা গল্প আছে না, পড়ালেখা করলেও পাস করবে না, পাস করলেও চাকরি পাবে না, চাকরি পেলেও বেতন হবে না, বেতন হলেও ভালোভাবে চলতে পারবে না- তাদের হচ্ছে সেই দশা।
প্রধানমন্ত্রী বলেন, দেশ গণতান্ত্রিকভাবে চলুক, ভালো করুক তারা তা চায় না।
শেখ হাসিনা বলেন, যারা সমালোচনা করার তারা করে যাক, ভালো কথা বললে আমরা গ্রহণ করব, মন্দ কথা বললে আমরা ধর্তব্যে নেব না। পরিষ্কার কথা।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১৪ জুন, ২০১৯ ১৬:৫৭

২০১৯-২০ অর্থবছরের বাজেট নিয়ে সমালোচনা করা বেসরকারি ও গবেষণা সংস্থাকে 'ভালো না লাগা পার্টি' হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের কাজ নিয়ে মাথাব্যথা নেই বলে জানিয়েছেন।
শুক্রবার বিকেল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০১৯-২০ অর্থবছরের বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সেন্টার ফর পলিসি ডায়ালগ- সিপিডি শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলে বাজেটের সুবিধা পাবে 'অর্থনৈতিক অপশাসনের সুবিধাভোগীরা'।
এ প্রেক্ষিতে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, 'আমাদের দেশে কিছু লোক থাকে যাদের কিছু ভালো লাগে না।'
তিনি বলেন, তারা কী গবেষণা করে আমি জানি না। তারপরও ভালো তারা সমালোচনা করে। কিন্তু এত কথা বলার পরও বলবে আমাদের বলতে দেওয়া হচ্ছে না।
শেখ হাসিনা বলেন, আমাদের কাজ সাধারণ মানুষের মুখে হাসি ফোটানো। স্বাধীনতার সুফল যেন সবাই পায় তা নিশ্চিত করা। দেশকে উন্নত, দারিদ্র্যমুক্ত করা।
এসব গবেষণা সংস্থাকে ভালো না লাগা পার্টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন তাদের নিয়ে আর মাথাব্যথা নেই।
তিনি একটি গল্পের উল্লেখ করে বলেন, ওই যে একটা গল্প আছে না, পড়ালেখা করলেও পাস করবে না, পাস করলেও চাকরি পাবে না, চাকরি পেলেও বেতন হবে না, বেতন হলেও ভালোভাবে চলতে পারবে না- তাদের হচ্ছে সেই দশা।
প্রধানমন্ত্রী বলেন, দেশ গণতান্ত্রিকভাবে চলুক, ভালো করুক তারা তা চায় না।
শেখ হাসিনা বলেন, যারা সমালোচনা করার তারা করে যাক, ভালো কথা বললে আমরা গ্রহণ করব, মন্দ কথা বললে আমরা ধর্তব্যে নেব না। পরিষ্কার কথা।