রেজিস্ট্রেশনহীন অনলাইন সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তর দেবেন না প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | ১৪ জুন, ২০১৯ ১৭:০৭
অনলাইন সংবাদমাধ্যমের রেজিস্ট্রেশন করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার বিকেল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০১৯-২০ অর্থবছরের বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ তাগাদা দেন।
প্রশ্নোত্তর পর্বে এক অনলাইন সাংবাদিকের জমা দেওয়া লিখিত প্রশ্ন দেখে প্রধানমন্ত্রী বলেন, এটা কি অনলাইন পত্রিকা?
পাশ থেকে একজন হ্যাঁ উত্তর দিলে তিনি বলেন, এগুলো তো রেজিস্ট্রেশন করা না।
তিনি বলেন, অনলাইন পত্রিকাগুলোকে রেজিস্ট্রেশন করতে হবে। মন চাইলেই যে কেউ পত্রিকা খুলে বসবেন তা হবে না।
আগে রেজিস্টার্ড হোক তারপর প্রশ্নের উত্তর দেবেন বলে তখন জানান প্রধানমন্ত্রী।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১৪ জুন, ২০১৯ ১৭:০৭

অনলাইন সংবাদমাধ্যমের রেজিস্ট্রেশন করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার বিকেল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০১৯-২০ অর্থবছরের বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ তাগাদা দেন।
প্রশ্নোত্তর পর্বে এক অনলাইন সাংবাদিকের জমা দেওয়া লিখিত প্রশ্ন দেখে প্রধানমন্ত্রী বলেন, এটা কি অনলাইন পত্রিকা? পাশ থেকে একজন হ্যাঁ উত্তর দিলে তিনি বলেন, এগুলো তো রেজিস্ট্রেশন করা না।
তিনি বলেন, অনলাইন পত্রিকাগুলোকে রেজিস্ট্রেশন করতে হবে। মন চাইলেই যে কেউ পত্রিকা খুলে বসবেন তা হবে না। আগে রেজিস্টার্ড হোক তারপর প্রশ্নের উত্তর দেবেন বলে তখন জানান প্রধানমন্ত্রী।
শেয়ার করুন