শ্রমবাজারের উপযোগী হবে কারিগরির কারিকুলাম: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | ১৬ জুন, ২০১৯ ২১:০৮
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘আমরা অনুধাবন করি কারিগরি শিক্ষার উন্নয়নের জন্য শুধু ভবন তৈরি করে দেওয়াটা যথেষ্ট নয়। বরং প্রয়োজনীয় প্রশিক্ষক ও শিক্ষক নিয়োগ এবং তাদের উপযুক্ত প্রশিক্ষণ দিতে হবে’।
তিনি বলেন, ‘কারিগরি শিক্ষার উন্নয়নে শ্রম বাজারের চাহিদার সঙ্গে সংগতি রেখে উপযুক্ত কারিকুলাম প্রণয়ন করা হবে। একই সঙ্গে সামাজিকভাবে কারিগরি শিক্ষার মূল্য ও চাকরির ক্ষেত্রে উপযোগিতা সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে’।
রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রকল্পের ‘স্কিলস কম্পিটিশন’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন শিক্ষামন্ত্রী।
দীপু মনি বলেন, দেশের কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের উন্নয়নের জন্য প্রতি উপজেলায় তরুণদের জন্য একটি করে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমাদের পরিকল্পনা রয়েছে আগামী পাঁচ বছরে ১ কোটি ২৮ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান করা, যার মধ্যে প্রতি উপজেলা থেকে এক হাজার তরুণ-তরুণীর জন্য বৈদেশিক কর্মসংস্থানের সুযোগও থাকবে’।
শিক্ষামন্ত্রী আরো বলেন, ‘আমাদের প্রয়োজন উদ্ভাবনী চিন্তা, উদ্যোক্তা এবং আরেকটু সাহসী হওয়া। সে জন্য প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা ক্ষেত্রে আমরা পরিবর্তন আনার চেষ্টা করেছি সবচেয়ে আগে। তার সঙ্গে চেষ্টা করছি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ক্ষেত্রে পরিবর্তন আনার’।
ডা. দীপু মনি বলেন, ভবিষ্যতে কর্মসংস্থানের জন্য সৃজনশীল ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে প্রস্তুতি নিতে হবে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১৬ জুন, ২০১৯ ২১:০৮

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘আমরা অনুধাবন করি কারিগরি শিক্ষার উন্নয়নের জন্য শুধু ভবন তৈরি করে দেওয়াটা যথেষ্ট নয়। বরং প্রয়োজনীয় প্রশিক্ষক ও শিক্ষক নিয়োগ এবং তাদের উপযুক্ত প্রশিক্ষণ দিতে হবে’।
তিনি বলেন, ‘কারিগরি শিক্ষার উন্নয়নে শ্রম বাজারের চাহিদার সঙ্গে সংগতি রেখে উপযুক্ত কারিকুলাম প্রণয়ন করা হবে। একই সঙ্গে সামাজিকভাবে কারিগরি শিক্ষার মূল্য ও চাকরির ক্ষেত্রে উপযোগিতা সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে’।
রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রকল্পের ‘স্কিলস কম্পিটিশন’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন শিক্ষামন্ত্রী।
দীপু মনি বলেন, দেশের কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের উন্নয়নের জন্য প্রতি উপজেলায় তরুণদের জন্য একটি করে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমাদের পরিকল্পনা রয়েছে আগামী পাঁচ বছরে ১ কোটি ২৮ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান করা, যার মধ্যে প্রতি উপজেলা থেকে এক হাজার তরুণ-তরুণীর জন্য বৈদেশিক কর্মসংস্থানের সুযোগও থাকবে’।
শিক্ষামন্ত্রী আরো বলেন, ‘আমাদের প্রয়োজন উদ্ভাবনী চিন্তা, উদ্যোক্তা এবং আরেকটু সাহসী হওয়া। সে জন্য প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা ক্ষেত্রে আমরা পরিবর্তন আনার চেষ্টা করেছি সবচেয়ে আগে। তার সঙ্গে চেষ্টা করছি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ক্ষেত্রে পরিবর্তন আনার’।
ডা. দীপু মনি বলেন, ভবিষ্যতে কর্মসংস্থানের জন্য সৃজনশীল ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে প্রস্তুতি নিতে হবে।