ফোনে সাকিব-লিটনদের অভিনন্দন প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক | ১৮ জুন, ২০১৯ ১৪:৪৫
ফাইল ছবি
বিশ্বকাপে ক্যারিবীয়দের বিরুদ্ধে রেকর্ড গড়া জয়ের পর সাকিব-লিটন-মাশরাফিদের ফোন করে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী জয়ের পর সাকিব আল হাসান, লিটন দাস ও অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার সঙ্গে টেলিফোনে কথা বলেন।
এসময় তাদের অসাধারণ নৈপুণ্যের ভূয়সী প্রশংসা করেন শেখ হাসিনা। আগামীতে ভালো খেলার জন্য শুভ কামনাও জানান প্রধানমন্ত্রী।
সোমবার রাতে টনটনে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৩২২ রানের টার্গেট তাড়া করে জয় ছিনিয়ে আনে সাকিব-লিটনরা। সাকিবের অপরাজিত ১২৪ রান আর লিটন দাসের অপরাজিত ৯৪ রানের ওপর ভর করে ৫১ বল হাতে রেখেই ৭ উইকেটের বড় জয় পায় বাংলাদেশ।
বল হাতে মোস্তাফিজুর রহমানের নৈপুণ্যের পর চতুর্থ উইকেটে রেকর্ড ১৮৯ রানের জুটি গড়েন সাকিব ও লিটন যা জয়ের বন্দরে পৌঁছে দেয় বাংলাদেশকে। আর বিশ্বকাপে সর্বোচ্চ ৩২১ রান তাড়া করে জেতার রেকর্ডও গড়ে টাইগাররা।
রেকর্ডময় এই জয়ের পর প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও অভিনন্দন পেয়ে ক্রিকেটাররা আরও বেশি উজ্জীবিত বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১৮ জুন, ২০১৯ ১৪:৪৫

বিশ্বকাপে ক্যারিবীয়দের বিরুদ্ধে রেকর্ড গড়া জয়ের পর সাকিব-লিটন-মাশরাফিদের ফোন করে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী জয়ের পর সাকিব আল হাসান, লিটন দাস ও অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার সঙ্গে টেলিফোনে কথা বলেন।
এসময় তাদের অসাধারণ নৈপুণ্যের ভূয়সী প্রশংসা করেন শেখ হাসিনা। আগামীতে ভালো খেলার জন্য শুভ কামনাও জানান প্রধানমন্ত্রী।
সোমবার রাতে টনটনে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৩২২ রানের টার্গেট তাড়া করে জয় ছিনিয়ে আনে সাকিব-লিটনরা। সাকিবের অপরাজিত ১২৪ রান আর লিটন দাসের অপরাজিত ৯৪ রানের ওপর ভর করে ৫১ বল হাতে রেখেই ৭ উইকেটের বড় জয় পায় বাংলাদেশ।
বল হাতে মোস্তাফিজুর রহমানের নৈপুণ্যের পর চতুর্থ উইকেটে রেকর্ড ১৮৯ রানের জুটি গড়েন সাকিব ও লিটন যা জয়ের বন্দরে পৌঁছে দেয় বাংলাদেশকে। আর বিশ্বকাপে সর্বোচ্চ ৩২১ রান তাড়া করে জেতার রেকর্ডও গড়ে টাইগাররা।
রেকর্ডময় এই জয়ের পর প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও অভিনন্দন পেয়ে ক্রিকেটাররা আরও বেশি উজ্জীবিত বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট।