বৃষ্টি হতে পারে বুধবার
নিজস্ব প্রতিবেদক | ২৫ জুন, ২০১৯ ০১:২৩
ফাইল ফটো।
বর্ষায় দেখা নেই বৃষ্টির। হঠাৎ একদিন বৃষ্টি হয় তো পরের কয়েকদিন লাপাত্তা। সর্বশেষ শ্রাবণের সপ্তমদিনে গত শুক্রবার দেশের অধিকাংশ স্থানেই কমবেশি বৃষ্টি হয়। তখন আবহাওয়া অধিদপ্তর বলেছিল, থেমে থেমে কয়েকদিন বৃষ্টি চলবে। অপরিবর্তিত থাকবে তাপমাত্রা।
কিন্তু সেই পূর্বাভাস ফলেনি। গত তিনদিন দেখা নেই বৃষ্টির। তাপমাত্রা বেড়েছে অনেক। বেশকিছু এলাকায় বইছে তাপপ্রবাহ।
গ্রীষ্মের ন্যায় তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন। রাজধানীতেও গত দুদিন ধরে বইছে মৃদু তাপপ্রবাহ। কংক্রিটের ভবন, যানবাহন আর মানুষের আধিক্যে অল্প তাপমাত্রাতেই এখানে অনুভূত হয় সহ্যহীন গরম। তাপপ্রবাহ হলে কষ্টের সীমা থাকে না দিনমজুর আর যানজটে আটকাপড়া মানুষদের।
আবহাওয়া অধিদপ্তর বলছে, গরমের তীব্রতা সইতে হতে পারে মঙ্গলবার, আগামীকাল (বুধবার) থেকে মোটামুটি শুরু হতে পারে বৃষ্টি।
আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস দেশ রূপান্তরকে বলেন, ‘মৌসুমী বায়ু দেশের ওপর কম সক্রিয় থাকায় বৃষ্টি হচ্ছে না। মঙ্গলবারও (আজ) তাপপ্রবাহ থাকতে পারে। তবে এদিন সিলেট, ময়মনসিংহসহ কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। বুধবারের দিকে মোটামুটি সব জায়গাতেই বৃষ্টি শুরু হতে পারে। তখন তাপমাত্রাও কমতে পারে।’
এদিকে গত তিনদিন ধরে ধারাবাহিকভাবেই বাড়ছে তাপমাত্রা। তাপপ্রবাহও আগের দিন থেকে বিস্তার লাভ করেছে। যশোরের তাপপ্রবাহ গতকাল মৃদু থেকে মাঝারি মাত্রায় পৌঁছেছে। একদিনেই তাপমাত্রা বেড়েছে দেড় ডিগ্রির মত। এদিন সেখানে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস।
সোমবার রাজধানীতেও বেড়েছে তাপমাত্রা। আগের দিনের ৩৬ দশমিক ১ থেকে বেড়ে এদিন তাপমাত্রা হয় ৩৬ দশমিক ৫ ডিগ্রি।
মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, খুলনা, যশোর, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর ও নোয়াখালী অঞ্চলসহ রাজশাহী বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় সম্ভাবনা রয়েছে বৃষ্টিরও।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২৫ জুন, ২০১৯ ০১:২৩

বর্ষায় দেখা নেই বৃষ্টির। হঠাৎ একদিন বৃষ্টি হয় তো পরের কয়েকদিন লাপাত্তা। সর্বশেষ শ্রাবণের সপ্তমদিনে গত শুক্রবার দেশের অধিকাংশ স্থানেই কমবেশি বৃষ্টি হয়। তখন আবহাওয়া অধিদপ্তর বলেছিল, থেমে থেমে কয়েকদিন বৃষ্টি চলবে। অপরিবর্তিত থাকবে তাপমাত্রা।
কিন্তু সেই পূর্বাভাস ফলেনি। গত তিনদিন দেখা নেই বৃষ্টির। তাপমাত্রা বেড়েছে অনেক। বেশকিছু এলাকায় বইছে তাপপ্রবাহ।
গ্রীষ্মের ন্যায় তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন। রাজধানীতেও গত দুদিন ধরে বইছে মৃদু তাপপ্রবাহ। কংক্রিটের ভবন, যানবাহন আর মানুষের আধিক্যে অল্প তাপমাত্রাতেই এখানে অনুভূত হয় সহ্যহীন গরম। তাপপ্রবাহ হলে কষ্টের সীমা থাকে না দিনমজুর আর যানজটে আটকাপড়া মানুষদের।
আবহাওয়া অধিদপ্তর বলছে, গরমের তীব্রতা সইতে হতে পারে মঙ্গলবার, আগামীকাল (বুধবার) থেকে মোটামুটি শুরু হতে পারে বৃষ্টি।
আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস দেশ রূপান্তরকে বলেন, ‘মৌসুমী বায়ু দেশের ওপর কম সক্রিয় থাকায় বৃষ্টি হচ্ছে না। মঙ্গলবারও (আজ) তাপপ্রবাহ থাকতে পারে। তবে এদিন সিলেট, ময়মনসিংহসহ কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। বুধবারের দিকে মোটামুটি সব জায়গাতেই বৃষ্টি শুরু হতে পারে। তখন তাপমাত্রাও কমতে পারে।’
এদিকে গত তিনদিন ধরে ধারাবাহিকভাবেই বাড়ছে তাপমাত্রা। তাপপ্রবাহও আগের দিন থেকে বিস্তার লাভ করেছে। যশোরের তাপপ্রবাহ গতকাল মৃদু থেকে মাঝারি মাত্রায় পৌঁছেছে। একদিনেই তাপমাত্রা বেড়েছে দেড় ডিগ্রির মত। এদিন সেখানে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস।
সোমবার রাজধানীতেও বেড়েছে তাপমাত্রা। আগের দিনের ৩৬ দশমিক ১ থেকে বেড়ে এদিন তাপমাত্রা হয় ৩৬ দশমিক ৫ ডিগ্রি।
মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, খুলনা, যশোর, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর ও নোয়াখালী অঞ্চলসহ রাজশাহী বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় সম্ভাবনা রয়েছে বৃষ্টিরও।