ডেপুটি অ্যাটর্নি জেনারেলদের পদত্যাগের আহ্বান আইনমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক | ২৬ জুন, ২০১৯ ১৫:৫০
২০১৭ সালের আগে নিয়োগ পাওয়া ডেপুটি অ্যাটর্নি জেনারেলদের পদত্যাগের আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। নতুন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগের স্বার্থে আইনমন্ত্রী তাদের এ আহ্বান জানান।
বুধবার দুপুরে রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধন শেষে এ কথা জানান তিনি। বিষয়টি নিজেই এ্যার্টনি জেনারেলকেও অবহিত করেছিলেন বলে জানান আইনমন্ত্রী।
লিগ্যাল এইড অফিসারদের ভূমিকা শীর্ষক কর্মশালায় অংশ নিয়ে মন্ত্রী বলেন, মাঠ পর্যায়ে লিগ্যাল এইড অফিসাররা কার্যকর ভূমিকা রাখলে ফৌজদারি মামলার সংখ্যা কমানো সম্ভব। মাঠ পর্যায়ের কর্মকর্তারা ভূমিকা পালন করলে সমাজ শান্তি আশার পাশাপাশি বিচারপ্রার্থীরাও উল্লেখযোগ্য হার সেবা পাবে বলেও আশা প্রকাশ করেন আইনমন্ত্রী।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২৬ জুন, ২০১৯ ১৫:৫০

২০১৭ সালের আগে নিয়োগ পাওয়া ডেপুটি অ্যাটর্নি জেনারেলদের পদত্যাগের আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। নতুন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগের স্বার্থে আইনমন্ত্রী তাদের এ আহ্বান জানান।
বুধবার দুপুরে রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধন শেষে এ কথা জানান তিনি। বিষয়টি নিজেই এ্যার্টনি জেনারেলকেও অবহিত করেছিলেন বলে জানান আইনমন্ত্রী।
লিগ্যাল এইড অফিসারদের ভূমিকা শীর্ষক কর্মশালায় অংশ নিয়ে মন্ত্রী বলেন, মাঠ পর্যায়ে লিগ্যাল এইড অফিসাররা কার্যকর ভূমিকা রাখলে ফৌজদারি মামলার সংখ্যা কমানো সম্ভব। মাঠ পর্যায়ের কর্মকর্তারা ভূমিকা পালন করলে সমাজ শান্তি আশার পাশাপাশি বিচারপ্রার্থীরাও উল্লেখযোগ্য হার সেবা পাবে বলেও আশা প্রকাশ করেন আইনমন্ত্রী।
শেয়ার করুন