নিউজ পোর্টাল নিবন্ধনের সময়সীমা ৩০ জুন: তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | ২৯ জুন, ২০১৯ ১৫:২৬
দেশের প্রচলিত অনলাইন নিউজ পোর্টালগুলোকে দ্রুত নিবন্ধনের তাগিদ দিয়েছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। নিবন্ধন সম্পন্ন হলে বৈধ অনলাইনের তালিকা প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
শনিবার সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘গৌরবের অভিযাত্রায় ৭০ বছর: তারুণ্যের ভাবনায় আওয়ামী লীগ’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা জানান।
তথ্যমন্ত্রী বলেন, আমরা সমস্ত অনলাইনগুলোকে রেজিস্ট্রেশনের জন্য ৩০ তারিখ পর্যন্ত সময় বেঁধে দিয়েছি। এরপর তথ্য মন্ত্রণালয়, তথ্য-প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বৈধ অনলাইন পত্রিকার তালিকা প্রকাশ করব।
তিনি বলেন, একবার শুনলাম তিন হাজার আবেদন জমা পড়েছে। এরপর আবার নাকি আরও পাঁচ হাজার জমা পড়েছে। আমরা হয়তো আর এক সপ্তাহ, ১০ দিন সময় বাড়াব। কিন্তু সবাইকে রেজিস্ট্রেশন করতে হবে।
এর আগে এক দর্শকের প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন গণমাধ্যমে ভুয়া খবর নিয়ন্ত্রণ করতে হলে তথ্য মন্ত্রণালয়ের সহযোগিতা লাগবে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর এমন বক্তব্য শেষেই তথ্যমন্ত্রী অনলাইন গণমাধ্যমগুলোর নিবন্ধন নিয়ে সরকারি উদ্যোগের হালনাগাদ তথ্য তুলে ধরেন।
অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফারহাদ।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২৯ জুন, ২০১৯ ১৫:২৬

দেশের প্রচলিত অনলাইন নিউজ পোর্টালগুলোকে দ্রুত নিবন্ধনের তাগিদ দিয়েছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। নিবন্ধন সম্পন্ন হলে বৈধ অনলাইনের তালিকা প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
শনিবার সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘গৌরবের অভিযাত্রায় ৭০ বছর: তারুণ্যের ভাবনায় আওয়ামী লীগ’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা জানান।
তথ্যমন্ত্রী বলেন, আমরা সমস্ত অনলাইনগুলোকে রেজিস্ট্রেশনের জন্য ৩০ তারিখ পর্যন্ত সময় বেঁধে দিয়েছি। এরপর তথ্য মন্ত্রণালয়, তথ্য-প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বৈধ অনলাইন পত্রিকার তালিকা প্রকাশ করব।
তিনি বলেন, একবার শুনলাম তিন হাজার আবেদন জমা পড়েছে। এরপর আবার নাকি আরও পাঁচ হাজার জমা পড়েছে। আমরা হয়তো আর এক সপ্তাহ, ১০ দিন সময় বাড়াব। কিন্তু সবাইকে রেজিস্ট্রেশন করতে হবে।
এর আগে এক দর্শকের প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন গণমাধ্যমে ভুয়া খবর নিয়ন্ত্রণ করতে হলে তথ্য মন্ত্রণালয়ের সহযোগিতা লাগবে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর এমন বক্তব্য শেষেই তথ্যমন্ত্রী অনলাইন গণমাধ্যমগুলোর নিবন্ধন নিয়ে সরকারি উদ্যোগের হালনাগাদ তথ্য তুলে ধরেন।
অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফারহাদ।