সুন্দরবনে বাঘের সংখ্যা ১১৪
নিজস্ব প্রতিবেদক | ২৯ জুন, ২০১৯ ২২:৩৪
সুন্দরবনে বর্তমানে ১১৪ টি বাঘ আছে বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী মো. শাহাবুদ্দিন। ২০১৫ সালে পরিচালিত জরিপের চাইতে যা ৮ টি বেশি। শনিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরকালে এ তথ্য জানান মন্ত্রী।
মো. শাহাবুদ্দিন বলেন, সুন্দরবনে সুন্দরী গাছের পরিমাণ কিছুটা কমতি থাকলেও গেওয়া গাছের পরিমাণ তুলনামূলকভাবে বাড়ছে। সুন্দরবন রক্ষায় ৪৫৯ কোটি ৯২ লাখ ৫৬ হাজার ৯‘শ টাকার পাঁচ বছর মেয়াদী প্রকল্প গ্রহণ করা হয়েছে। আগামী ১ জুলাই এ প্রকল্পের কাজ শুরু হবে।
আরেক সাংসদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সুন্দরবনের কাছে মোংলা উপজেলার মোংলা বন্দর শিল্প এলাকায় পাঁচ সিমেন্ট কারখানাকে প্রতিবেশগত ছাড়পত্র দেয়া হয়েছে।
প্রতিষ্ঠানগুলো হলো মেঘনা সিমেন্ট মিলস লিমিটেড, বসুন্ধরা সিমেন্ট মিলস লিমিটেড, মোংলা সিমেন্ট মিলস লিমিটেড, দুবাই-বাংলা সিমেন্ট মিলস লিমিটেড এবং হোলসিম (বাংলাদেশ) লিমিটেড।
মন্ত্রী বলেন, প্রতিষ্ঠানগুলো সুন্দরবন রিজার্ভ ফরেস্ট থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে অবস্থিত। প্রতিষ্ঠানগুলো কর্তৃক যাতে পরিবেশ দূষণ না হয় সেজন্য পরিবেশ অধিদফতর এসব শিল্পকারখানা নিয়মিত পরিবীক্ষণ করছে এবং উদ্যোক্তাদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে।
অপর এক প্রশ্নের উত্তরে মো. শাহাবুদ্দিন বলেন, জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য সরকার ৪৮টি সংরক্ষিত এলাকা ঘোষণা করেছে। এর মধ্যে বন্যপ্রাণীর অভয়ারণ্য এলাকা ২০টি, জাতীয় উদ্যান ১৯টি, ইকোপার্ক ৩টি, বিশেষ জীব বৈচিত্র্য সংরক্ষণ এলাকা ২টি, সাফারি পার্ক ২টি, এভিয়ারি ইকোপার্ক একটি ও মেরিন পার্ক একটি।
মন্ত্রী জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৫ (১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ১৯৯৯ সালে সুন্দরবন রিজার্ভ ফরেস্টের বাইরের চতুর্দিকে ১০ কিলোমিটার বিস্তৃত এলাকাকে সরকার প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে ঘোষণা করে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২৯ জুন, ২০১৯ ২২:৩৪

সুন্দরবনে বর্তমানে ১১৪ টি বাঘ আছে বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী মো. শাহাবুদ্দিন। ২০১৫ সালে পরিচালিত জরিপের চাইতে যা ৮ টি বেশি। শনিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরকালে এ তথ্য জানান মন্ত্রী।
মো. শাহাবুদ্দিন বলেন, সুন্দরবনে সুন্দরী গাছের পরিমাণ কিছুটা কমতি থাকলেও গেওয়া গাছের পরিমাণ তুলনামূলকভাবে বাড়ছে। সুন্দরবন রক্ষায় ৪৫৯ কোটি ৯২ লাখ ৫৬ হাজার ৯‘শ টাকার পাঁচ বছর মেয়াদী প্রকল্প গ্রহণ করা হয়েছে। আগামী ১ জুলাই এ প্রকল্পের কাজ শুরু হবে।
আরেক সাংসদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সুন্দরবনের কাছে মোংলা উপজেলার মোংলা বন্দর শিল্প এলাকায় পাঁচ সিমেন্ট কারখানাকে প্রতিবেশগত ছাড়পত্র দেয়া হয়েছে।
প্রতিষ্ঠানগুলো হলো মেঘনা সিমেন্ট মিলস লিমিটেড, বসুন্ধরা সিমেন্ট মিলস লিমিটেড, মোংলা সিমেন্ট মিলস লিমিটেড, দুবাই-বাংলা সিমেন্ট মিলস লিমিটেড এবং হোলসিম (বাংলাদেশ) লিমিটেড।
মন্ত্রী বলেন, প্রতিষ্ঠানগুলো সুন্দরবন রিজার্ভ ফরেস্ট থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে অবস্থিত। প্রতিষ্ঠানগুলো কর্তৃক যাতে পরিবেশ দূষণ না হয় সেজন্য পরিবেশ অধিদফতর এসব শিল্পকারখানা নিয়মিত পরিবীক্ষণ করছে এবং উদ্যোক্তাদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে।
অপর এক প্রশ্নের উত্তরে মো. শাহাবুদ্দিন বলেন, জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য সরকার ৪৮টি সংরক্ষিত এলাকা ঘোষণা করেছে। এর মধ্যে বন্যপ্রাণীর অভয়ারণ্য এলাকা ২০টি, জাতীয় উদ্যান ১৯টি, ইকোপার্ক ৩টি, বিশেষ জীব বৈচিত্র্য সংরক্ষণ এলাকা ২টি, সাফারি পার্ক ২টি, এভিয়ারি ইকোপার্ক একটি ও মেরিন পার্ক একটি।
মন্ত্রী জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৫ (১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ১৯৯৯ সালে সুন্দরবন রিজার্ভ ফরেস্টের বাইরের চতুর্দিকে ১০ কিলোমিটার বিস্তৃত এলাকাকে সরকার প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে ঘোষণা করে।