সহসাই নবম ওয়েজবোর্ড: তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | ১ জুলাই, ২০১৯ ১৭:২৪
সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সংবাদপত্র ও বার্তা সংস্থার কর্মীদের বেতন বাড়াতে ‘সহসা’ নবম ওয়েজবোর্ড ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির প্রধান, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর আগে বলেছিলেন, জুন মাসের মধ্যে ওয়েজবোর্ড ঘোষণার চেষ্টা করা হবে। কিন্তু তা সম্ভব হয়নি।
তিনি বলেন, সহসাই ঘোষণা করা হবে, যত দ্রুত সমম্ভ আমরা করব। মোটামুটি সব কিছুই প্রস্তুত, খুঁটিনাটি দু’একটি বিষয় শেষ করেই আমরা ঘোষণা করব।
শুধু সংবাদপত্রের জন্য নবম ওয়েজবোর্ড করা হচ্ছে জানিয়ে হাছান বলেন, এখানে টেলিভিশনকে যুক্ত করার সুযোগ নেই। তবে সম্প্রচার আইন হলে সেই আইনের আলোকে টেলিভিশন সাংবাদিকরাও যাতে যথাযথ বেতনভাতা পান- তা নিশ্চিত করার সুযোগ তৈরি হবে।
সম্প্রচার আইনের খসড়া যাচাই বাছাইয়ের জন্য আইন মন্ত্রণালয়ে রয়েছে জানিয়ে হাছান মাহমুদ বলেন, ভেটিং শেষ হলেই মন্ত্রিসভায় তোলা হবে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১ জুলাই, ২০১৯ ১৭:২৪

সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সংবাদপত্র ও বার্তা সংস্থার কর্মীদের বেতন বাড়াতে ‘সহসা’ নবম ওয়েজবোর্ড ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির প্রধান, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর আগে বলেছিলেন, জুন মাসের মধ্যে ওয়েজবোর্ড ঘোষণার চেষ্টা করা হবে। কিন্তু তা সম্ভব হয়নি।
তিনি বলেন, সহসাই ঘোষণা করা হবে, যত দ্রুত সমম্ভ আমরা করব। মোটামুটি সব কিছুই প্রস্তুত, খুঁটিনাটি দু’একটি বিষয় শেষ করেই আমরা ঘোষণা করব।
শুধু সংবাদপত্রের জন্য নবম ওয়েজবোর্ড করা হচ্ছে জানিয়ে হাছান বলেন, এখানে টেলিভিশনকে যুক্ত করার সুযোগ নেই। তবে সম্প্রচার আইন হলে সেই আইনের আলোকে টেলিভিশন সাংবাদিকরাও যাতে যথাযথ বেতনভাতা পান- তা নিশ্চিত করার সুযোগ তৈরি হবে।
সম্প্রচার আইনের খসড়া যাচাই বাছাইয়ের জন্য আইন মন্ত্রণালয়ে রয়েছে জানিয়ে হাছান মাহমুদ বলেন, ভেটিং শেষ হলেই মন্ত্রিসভায় তোলা হবে।