বেনাপোল-ঢাকা সরাসরি ট্রেন চালু হচ্ছে ২৫ জুলাই
শার্শা প্রতিনিধি | ১ জুলাই, ২০১৯ ২০:৪৮
বেনাপোল-ঢাকা সরাসরি ট্রেন চলাচল আগামী ২৫ জুলাই থেকে চালু হতে যাচ্ছে। স্বাধীনতার ৪৮ বছর পর আবারও ঢাকা-বেনাপোলের মধ্যে ট্রেন যোগাযোগ চালু, এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে এ অঞ্চলের মানুষের জন্য।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেন চলাচলের উদ্বোধন করবেন বলে বেনাপোল রেল স্টেশন মাস্টার সাইদুজ্জামান এ তথ্য জানান।
ঢাকার সঙ্গে রেল যোগাযোগ চালু হলে ব্যবসা বাণিজ্যের পাশাপাশি পাসপোর্ট যাত্রী যাতায়াতের ব্যাপক সুবিধা হবে। প্রতিদিন দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ভারতে ছয় থেকে সাত হাজার পাসপোর্টযাত্রী যাতায়াত করে থাকে। এই যাত্রীদের সিংহভাগ আসে ঢাকা থেকে।
বেনাপোল থেকে পরিবহন সংকট, দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাটে যানজটের কারণে যাত্রীরা নানামুখী হয়রানির শিকার হয়। রেল চালু হওয়ায় সেই হয়রানি লাঘব হবে।
বেনাপোল রেল স্টেশন মাস্টার সাইদুজ্জামান বলেন, চলতি মাসের ২৫ তারিখে বেনাপোল ঢাকা রেল চালু হবে। এই রেলটিতে ১০টি বগি থাকবে। তবে রেলের কোনও নাম এখনও নির্ধারণ হয়নি। প্রাথমিকভাবে বেনাপোল এক্সপ্রেস, বন্দর এক্সপ্রেস ও ইছামতি এক্সপ্রেস এই তিনটি নাম পছন্দ করা হয়েছে।
তিনি বলেন, ১০টি বগির ভেতর দুটি কেবিন, দুটি এসি চেয়ার ও বাকিগুলো চেয়ার থাকবে। কেবিনের ভাড়া প্রাথমিকভাবে এক হাজার ২০০ টাকা, এসি চেয়ারের ভাড়া এক হাজার টাকা ও নন এসি চেয়ার ভাড়া হবে ৫০০ টাকা।
ভারত বাংলাদেশ ল্যান্ডপোর্ট চেম্বার কমার্সের আমদানি-রপ্তানি সাব কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান বলেন, এই মাসেই বেনাপোল-ঢাকা রুটে রেল চালু হচ্ছে। আমাদের স্বপ্ন সার্থক হবে। রেল সেবা চালু হলে দু দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ হবে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
শার্শা প্রতিনিধি | ১ জুলাই, ২০১৯ ২০:৪৮

বেনাপোল-ঢাকা সরাসরি ট্রেন চলাচল আগামী ২৫ জুলাই থেকে চালু হতে যাচ্ছে। স্বাধীনতার ৪৮ বছর পর আবারও ঢাকা-বেনাপোলের মধ্যে ট্রেন যোগাযোগ চালু, এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে এ অঞ্চলের মানুষের জন্য।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেন চলাচলের উদ্বোধন করবেন বলে বেনাপোল রেল স্টেশন মাস্টার সাইদুজ্জামান এ তথ্য জানান।
ঢাকার সঙ্গে রেল যোগাযোগ চালু হলে ব্যবসা বাণিজ্যের পাশাপাশি পাসপোর্ট যাত্রী যাতায়াতের ব্যাপক সুবিধা হবে। প্রতিদিন দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ভারতে ছয় থেকে সাত হাজার পাসপোর্টযাত্রী যাতায়াত করে থাকে। এই যাত্রীদের সিংহভাগ আসে ঢাকা থেকে।
বেনাপোল থেকে পরিবহন সংকট, দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাটে যানজটের কারণে যাত্রীরা নানামুখী হয়রানির শিকার হয়। রেল চালু হওয়ায় সেই হয়রানি লাঘব হবে।
বেনাপোল রেল স্টেশন মাস্টার সাইদুজ্জামান বলেন, চলতি মাসের ২৫ তারিখে বেনাপোল ঢাকা রেল চালু হবে। এই রেলটিতে ১০টি বগি থাকবে। তবে রেলের কোনও নাম এখনও নির্ধারণ হয়নি। প্রাথমিকভাবে বেনাপোল এক্সপ্রেস, বন্দর এক্সপ্রেস ও ইছামতি এক্সপ্রেস এই তিনটি নাম পছন্দ করা হয়েছে।
তিনি বলেন, ১০টি বগির ভেতর দুটি কেবিন, দুটি এসি চেয়ার ও বাকিগুলো চেয়ার থাকবে। কেবিনের ভাড়া প্রাথমিকভাবে এক হাজার ২০০ টাকা, এসি চেয়ারের ভাড়া এক হাজার টাকা ও নন এসি চেয়ার ভাড়া হবে ৫০০ টাকা।
ভারত বাংলাদেশ ল্যান্ডপোর্ট চেম্বার কমার্সের আমদানি-রপ্তানি সাব কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান বলেন, এই মাসেই বেনাপোল-ঢাকা রুটে রেল চালু হচ্ছে। আমাদের স্বপ্ন সার্থক হবে। রেল সেবা চালু হলে দু দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ হবে।