‘বিএনপি আমলে নেতারা ফোনে বলতেন- একে সাজা দাও, তাকে খালাস দাও’
ময়মনসিংহ সংবাদদাতা | ২ জুলাই, ২০১৯ ১৯:৫৭
ছবি: দেশ রূপান্তর
বিএনপির আমলে কোন আদালতই স্বাধীন ছিল না দাবি করে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বিএনপির আমলে তাদের নেতারা টেলিফোন তুলে বলতেন- একে সাজা দিয়ে দাও, তাকে খালাস করে দাও। এই কারণে এখন তারা আমাদের বলেন তাদের নেত্রীকে নাকি আমরা মুক্তি দিতে পারি। উনাদের নেত্রী এতিমের টাকা চুরি করেছে বলেই বিচারিক আদলতে সাজা হয়েছে। এটিই আইনের শাসন। অপরাধ করলে বিচার হবে, বিচারের মাধ্যমে সাজা অথবা খালাস হবে।
মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় নবনির্মিত সাবরেজিস্ট্রার অফিসের নতুন ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সুধী সমাবেশে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আইনের শাসন মানে হচ্ছে আইন সকলের ঊর্ধ্বে। কেউ আইনের ঊর্ধ্বে নয়।
তিনি বলেন, এ বিষয়টি বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছেন শেখ হাসিনা। কেউ যদি অপরাধ করে তার বিচার হবেই। এখন মানুষ এটিই বিশ্বাস করে। এটিই হচ্ছে আইনের শাসন। আসল অভিধানে যেই আইনের শাসনের সংজ্ঞা আছে সেই আইনের সংজ্ঞা চায় বাংলাদেশের মানুষ এবং সেটি একমাত্র জননেত্রী শেখ হাসিনাই দিতে পারে।
আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের বিচার বিভাগ এখন স্বাধীন। বিচার বিভাগ যে রায় দেয় সেটাই সবাইকে মেনে নিতে হবে। আমাদের এর মধ্যে কিছুই করার নেই। এখন আমরা এসব নিয়ে থাকতে চাই না। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব, নির্দেশনা ও ভালবাসায় বাংলাদেশকে সোনার বাংলায় রূপান্তর করতে চাই।
নান্দাইল সাবরেজিস্ট্রার অফিস মাঠে মহাপরিদর্শক (নিবন্ধন) ড. খান মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি, নান্দাইল আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খাঁন তুহিন, ভালুকা আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হক।
এর আগে মন্ত্রী ফলক উন্মোচন করে নবনির্মিত চারতলা বিশিষ্ট সাবরেজিস্ট্রার অফিসের নতুন ভবনের উদ্বোধন করেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
ময়মনসিংহ সংবাদদাতা | ২ জুলাই, ২০১৯ ১৯:৫৭

বিএনপির আমলে কোন আদালতই স্বাধীন ছিল না দাবি করে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বিএনপির আমলে তাদের নেতারা টেলিফোন তুলে বলতেন- একে সাজা দিয়ে দাও, তাকে খালাস করে দাও। এই কারণে এখন তারা আমাদের বলেন তাদের নেত্রীকে নাকি আমরা মুক্তি দিতে পারি। উনাদের নেত্রী এতিমের টাকা চুরি করেছে বলেই বিচারিক আদলতে সাজা হয়েছে। এটিই আইনের শাসন। অপরাধ করলে বিচার হবে, বিচারের মাধ্যমে সাজা অথবা খালাস হবে।
মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় নবনির্মিত সাবরেজিস্ট্রার অফিসের নতুন ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সুধী সমাবেশে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আইনের শাসন মানে হচ্ছে আইন সকলের ঊর্ধ্বে। কেউ আইনের ঊর্ধ্বে নয়।
তিনি বলেন, এ বিষয়টি বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছেন শেখ হাসিনা। কেউ যদি অপরাধ করে তার বিচার হবেই। এখন মানুষ এটিই বিশ্বাস করে। এটিই হচ্ছে আইনের শাসন। আসল অভিধানে যেই আইনের শাসনের সংজ্ঞা আছে সেই আইনের সংজ্ঞা চায় বাংলাদেশের মানুষ এবং সেটি একমাত্র জননেত্রী শেখ হাসিনাই দিতে পারে।
আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের বিচার বিভাগ এখন স্বাধীন। বিচার বিভাগ যে রায় দেয় সেটাই সবাইকে মেনে নিতে হবে। আমাদের এর মধ্যে কিছুই করার নেই। এখন আমরা এসব নিয়ে থাকতে চাই না। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব, নির্দেশনা ও ভালবাসায় বাংলাদেশকে সোনার বাংলায় রূপান্তর করতে চাই।
নান্দাইল সাবরেজিস্ট্রার অফিস মাঠে মহাপরিদর্শক (নিবন্ধন) ড. খান মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি, নান্দাইল আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খাঁন তুহিন, ভালুকা আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হক।
এর আগে মন্ত্রী ফলক উন্মোচন করে নবনির্মিত চারতলা বিশিষ্ট সাবরেজিস্ট্রার অফিসের নতুন ভবনের উদ্বোধন করেন।